Mahindra Scorpio: জানুয়ারির পর এপ্রিল, টানা দু’বার দাম বাড়ল স্করপিওর, নতুন মূল্য কত

এই দুর্মূল্যের বাজারে সামান্যতম মূল্যবৃদ্ধির আঁচও ব্যাপক ছ্যাঁকা ধরাচ্ছে জনমানসে। আর এমতাবস্থায় Mahindra Scorpio-N SUV-এর একলাফে ৫১,২৯৯ টাকা মহার্ঘ হয়ে যাওয়া, কী প্রভাব ফেলতে পারে, তা আশা করি বেশ আন্দাজ করা যাচ্ছে। ২০২৩ শুরু হওয়ার পর থেকে এই নিয়ে দ্বিতীয় বার গাড়িটির দাম বাড়ানোর পথ অবলম্বন করল এসইউভি (SUV)-র বিশেষজ্ঞ মাহিন্দ্রা অ্যান্ড মাহিন্দ্রা (Mahindra & Mahindra)। নয়া মূল্য কার্যকর হওয়ার ফলে গাড়িটির বেস ভ্যারিয়েন্ট Z2 পেট্রোল MT-এর দাম বর্তমানে ১৩.০৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে।

২০২৩-এ দ্বিতীয়বার দাম বাড়ল Mahindra Scorpio-N SUV-এর

উল্লেখ্য, গত বছর জুনে এই জনপ্রিয় এসইউভি গাড়িটি নতুন অবতারে লঞ্চ হয়েছিল। সেসময় এর দাম ১১.৯৯ লক্ষ টাকা (এক্স-শোরুম) ধার্য করা হয়েছিল। বর্তমানে স্করপিও-এন এর ডিজেল মডেলটির মূল্য ১৩.৫৬ লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হচ্ছে এবং টপ মডেল Z8L ডিজেল AT 4WD ৭-সিটার-এর দাম ২৪.৫১ লক্ষ টাকা (এক্স-শোরুম) পর্যন্ত গিয়েছে।

আগেরবার গাড়িটির মডেল অনুযায়ী দর ১৫,০০০ থেকে ১.০১ লক্ষ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছিল। কিন্তু বারংবার দাম বাড়ানোর ফলেও দেশের অন্যতম জনপ্রিয় এসইউভি গাড়ি হিসেবে নিজের জায়গা অক্ষত রেখেছে স্করপিও-এন। বর্তমানে দেশের কয়েকটি শহরে গাড়িটি বুকিং করার পর চাবি হাতে পেতে ক্রেতাদের এক বছরেরও বেশি সময় অপেক্ষা করতে হয়।

Mahindra Scorpio-N SUV-এর ইঞ্জিন স্পেসিফিকেশন

Scorpio-N দুটি ইঞ্জিনের বিকল্পে বেছে নেওয়া যায়। একটি ২.২ লিটার mHawk ডিজেল। যা থেকে ১৩২ পিএস শক্তি এবং ৩০০ এনএম টর্ক উৎপন্ন হয়। আবার এর অটোমেটিক ট্রান্সমিশন যুক্ত মডেলটির আউটপুট ১৭৫ পিএস এবং ৪০০ এনএম টর্ক। গাড়িটি ২.০ লিটার mStallion টার্বোচার্জড পেট্রোল মোটরটি থেকে ২০৩ পিএস শক্তি এবং ৩৭০ এমএম টর্ক পাওয়া যায়। এর অটোমেটিক মডেলটির টর্ক ৩৮০ এনএম। এতে রিয়ার হুইল ড্রাইভ সেটাপ স্ট্যান্ডার্ড হিসেবে মেলে। যেখানে ফোর হুইল ড্রাইভ কনফিগারেশন অতিরিক্ত অর্থের বিনিময়ে বেছে নেওয়া যায়।

এদিকে লঞ্চের পর দ্বিতীয়বারের জন্য মূল্যবৃদ্ধির কোপ পরলেও ভারতের সবচেয়ে সস্তার ৭-সিটের এসইউভি গাড়ি হিসেবে নিজের জায়গা ধরে রেখেছে Mahindra Scorpio-N। বাজারে গাড়িটির প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে Tata Safari, MG Hector Plus, Hyundai Alcazar এবং একই সংস্থার Mahindra XUV700।