আগামী ৭ বছরের মধ্যে ভারতে প্রায় ৭৫,০০০ কোটি টাকা বিনিয়োগ করবে গুগল, জানুন কেন

আজ ভারতে অনুষ্ঠিত হচ্ছে Google For India 2020 ইভেন্টের ষষ্ঠ সংস্করণে। আর এই ইভেন্টেই গুগলের সিইও সুন্দর পিচাই ‘গুগল ফর ইন্ডিয়া ডিজিটাইজেশন ফান্ড’ এর ঘোষণা করলেন। এই উদ্যোগের দ্বারা গুগল, ভারতে পরবর্তী ৫ থেকে ৭ বছরে প্রায় ৭৫,০০০ কোটি বা ১০ বিলিয়ন টাকা বিনিয়োগ করবে। সুন্দর পিচাই একটি বিবৃতিতে জানান, ভারত তথা বিশ্ব করোনা আবহে কঠিন সময়ের সম্মুখীন হয়েছে। এইসময় স্বাস্থ্য এবং দেশের অর্থনীতি বেশ ক্ষতিগ্রস্থ হচ্ছে যা পরবর্তী সময়ে আমরা কীভাবে কাজ করবো এবং কীভাবে জীবনযাপন করবো তা নিয়ে নতুন করে চিন্তা করতে বাধ্য করছে। এই চ্যালেঞ্জের সময় আমাদের নতুন কিছু আবিষ্কার করতে হবে এবং নতুন আবিষ্কারের দ্বারা আমাদের ভারতের ভবিষ্যৎ আরও উজ্জ্বল করতে হবে।

তিনি জানান ইকুইটি ইনভেস্টমেন্ট (CapitalG), পার্টনারশিপ, অপারেশনাল ও ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টের মাধ্যমে গুগল ভারতে তাদের বিনিয়োগ করবে। মূলত চারটি ক্ষেত্রে কোম্পানি তাদের বিনিয়োগে জোর দেবে। আসুন দেখে নেওয়া যাক সেগুলো কি কি:

১) গুগল ভারতীয়দের বিভিন্ন তথ্য তাদের নিজের মাতৃভাষা যেমন হিন্দি, পাঞ্জাবি, তামিল এবং আরো অন্যান্য ভাষায় সরবরাহ করবে।
২) ভারতীয়দের চাহিদা অনুযায়ী গুগল নতুন নতুন প্রোডাক্ট তৈরি করবে।
৩) এই বিনিয়োগে দ্বারা সাধারণ ব্যবসাকে ডিজিটালে পরিণত করার উপর জোর দেওয়া হবে।
৪) গুগল ভারতীয় স্বাস্থ্য, শিক্ষা এবং কৃষির জন্য বিভিন্ন নতুন প্রযুক্তি ও AI তৈরিতে মনোনিবেশ করবে।

এই ইভেন্টে পিচাই ভারতীয়দের ডিজিটাল শিক্ষা, ব্যবসা এবং আর্থিক লেনদেনের প্রতি উৎসাহের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন ভারতীয়দের BHIM UPI একটি বিশ্বমানের ডিজিটাইজ পেমেন্ট ব্যবস্থা এবং এটি বর্তমানে বিভিন্ন কোম্পানিকে বিশ্বব্যাপী পণ্য সরবরাহের আর্থিক লেনদেনে সাহায্য করছে।

এছাড়াও তিনি গুগলের AI চালিত টিউটর অ্যাপ Bolo, যার বর্তমান নাম Read Along এর কথাও উল্লেখ করেন। তিনি কিছুদিন আগে মুম্বাইয়ের কয়েকটি ছাত্রকে এই অ্যাপের মাধ্যমে নতুন ভাষা শিখতে দেখেছিলেন। বর্তমানে এই অ্যাপটি ১৮০ দেশের শিক্ষার্থীরা ব্যবহার করতে পারে এবং তারা নতুন ৯ ধরনের ভাষা শিখতে পারে। ভবিষ্যতে এই অ্যাপটি আরো বিস্তার করবে বলে তিনি জানিয়েছেন।