লুট অফার! Xiaomi 13 Pro প্রথম সেলে 10 হাজার ছাড়ে কিনুন, রয়েছে 12 হাজার টাকা এক্সচেঞ্জ অফার

Xiaomi 13 Pro ফোনকে ICICI ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজ্যাকশন করে কিনলে ফ্লাট ১০,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে

গত ২৮শে ফেব্রুয়ারি Xiaomi 13 Pro ভারতের বাজারে আত্মপ্রকাশ করেছিল। আর প্রতিশ্রুতি মতো আজ অর্থাৎ ১০ই মার্চ Xiaomi 13 সিরিজের এই টপ-এন্ড মডেলটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট এবং ই-কমার্স সাইট Amazon -এর মাধ্যমে প্রথমবার ওপেন সেলে বিক্রির জন্য উপলব্ধ হল। সর্বোপরি প্রথম সেলের অফার হিসেবে ডিভাইসটিকে ১০,০০০ টাকা পর্যন্ত ব্যাঙ্ক কার্ড ডিসকাউন্ট এবং ১২,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারের সাথে পাওয়া যাবে বলে নিশ্চিত করেছে Xiaomi। আর ফিচার হিসাবে, Xiaomi 13 Pro ফোনে – ১২০ হার্টজ রিফ্রেশ রেটের 2K AMOLED ডিসপ্লে প্যানেল, Qualcomm Snapdragon 8 Gen 2 প্রসেসর, ১২ জিবি র‍্যাম, অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক কাস্টম ওএস এবং ৪,৮২০ এমএএইচ ক্যাপাসিটির শক্তিশালী ব্যাটারি মিলবে। তবে সবথেকে উল্লেখ্য বিষয় এই হ্যান্ডসেটের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ Leica সংস্থার সহযোগিতায় তৈরি করা হয়েছে।

ভারতে Xiaomi 13 Pro স্মার্টফোনের দাম ও সেল অফার

ভারতে শাওমি ১৩ প্রো স্মার্টফোনের দাম ৭৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। এই বিক্রয় মূল্য ফোনটির ১২ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ যুক্ত একক ভ্যারিয়েন্টের। লভ্যতার কথা বললে, এটিকে শাওমি ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট, এমআই হোমস (Mi Homes), এমআই রিটেল পার্টনার স্টোর (Mi Retail Partners) এবং ই-কমার্স সাইট অ্যামাজন (Amazon) থেকে সিরামিক ব্ল্যাক ও সিরামিক হোয়াইট কালার অপশনে কেনা যাবে।

সেল অফারের ক্ষেত্রে, শাওমির এই নয়া ফোনকে ICICI ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ইএমআই ট্রানজ্যাকশন করে কিনলে ফ্লাট ১০,০০০ টাকা ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাওয়া যাবে। যারপর মডেলটিকে ৬৯,৯৯৯ টাকায় পাওয়া যাবে। আবার যেসকল গ্রাহকেরা নিজেদের পুরোনো শাওমি ব্র্যান্ডিংয়ের মোবাইল (রেডমি / এমআই) আপগ্রেড করে এই নয়া ফ্ল্যাগশিপ ফোনটি কিনতে চান তাদের ১২,০০০ টাকা পর্যন্ত বিশেষ এক্সচেঞ্জ বোনাস অফার করা হবে। তবে অন্য ব্র্যান্ডের ফোন বিনিময়কারীরা মাত্র ৮,০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস পাবেন।

Xiaomi 13 Pro স্মার্টফোনের ফিচার ও স্পেসিফিকেশন

শাওমি ১৩ প্রো স্মার্টফোনে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস প্রটেকশন সহ ৬.৭৩-ইঞ্চির WQHD+ (৩,২০০× ১,৪৪০ পিক্সেল) ই৬ অ্যামোলেড এলটিপিও ডিসপ্লে রয়েছে। এই ডিসপ্লে – ১২০ হার্টজ অ্যাডাপ্টিভ রিফ্রেশ রেট, ১,৯০০ নিট পিক ব্রাইটনেস, ১,২০০ নিটের স্ট্যান্ডার্ড ব্রাইটনেস, ২০:৯ এসপেক্ট রেশিও, এইচডিআর১০+, পি৩ কালার গ্যামেট, ৩৬০-ডিগ্রি অ্যাম্বিয়েন্ট লাইট সেন্সর এবং ডলবি ভিশন সাপোর্ট করে। পারফরম্যান্সের জন্য ডিভাইসটিতে ৪ ন্যানোমিটার প্রসেসিং নোড ভিত্তিক কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর ব্যবহার করা হয়েছে। স্টোরেজ হিসাবে ডিভাইসে ১২ জিবি LPDDR5X (8533Mbps) র‍্যাম এবং ৫১২ জিবি UFS 4.0 মেমরি পাওয়া যাবে৷ এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক এমআইইউআই ১৪ (MIUI 14) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করে।

ফটো ও ভিডিওগ্রাফির জন্য নয়া Xiaomi 13 Pro ফোনে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বিদ্যমান, যা প্রখ্যাত ক্যামেরা নির্মাতা ব্র্যান্ড লাইকা (Leica) -এর সাথে অংশীদারিত্বে নির্মিতি। এই ক্যামেরাগুলি হল – এফ/১.৯ অ্যাপারচার, ৮পি (8P) লেন্স ও হাইপার অপটিক্যাল ইমেজ স্ট্যাবিলাইজেশন (Hyper OIS) সহ ১ ইঞ্চি সাইজের ৫০ মেগাপিক্সেল সনি আইএমএক্স৯৮৯ প্রাইমারি সেন্সর, ১১৯° ফিল্ড-অফ-ভিউ ও এফ/২.২ অ্যাপারচার সহ ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৩.২এক্স অপটিক্যাল জুম ও OIS সহ ৭৫ মিমি সাইজের ৫০ মেগাপিক্সেল পোর্ট্রেট টেলিফটো শুটার। অন্যদিকে সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ডিসপ্লের ওপরে থাকা পাঞ্চ-হোল কাটআউটের মধ্যে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা লক্ষ্যণীয়।

কানেক্টিভিটির জন্য ডিভাইসে – ওয়াই-ফাই ৭, ব্লুটুথ ৫.৩, এনএফসি, জিপিএস, গ্লোনাস, গ্যালিলিও, বেইডু এবং ডুয়াল-সিম ৫জি স্লট অন্তর্ভুক্ত। অডিও ফ্রন্টের কথা বললে, এতে ডলবি অ্যাটমস অডিও এবং হাই-রেস অডিও প্রযুক্তি সমর্থিত স্টেরিও স্পিকার সিস্টেম রয়েছে। পাওয়ার ব্যাকআপের ক্ষেত্রে Xiaomi 13 Pro স্মার্টফোনে ৪,৮২০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি ব্যবহার করা হয়েছে, যা ১২০ ওয়াট ফাস্ট চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং প্রযুক্তি সাপোর্ট করে। IP68 ওয়াটার রেজিস্ট্যান্স রেটিং সহ আসা এই ফ্ল্যাগশিপ ফোনটির পরিমাপ ১৬২.৯ x ৭৪.৬ x ৮.৩৮ মিমি এবং ওজন ২২৯ গ্রাম।