Pure EV এর প্রথম ইলেকট্রিক মোটরসাইকেল লঞ্চ হল, 150cc বাইকের মতো পারফরম্যান্স, ফুল চার্জে 140 কিমি

ইলেকট্রিক স্কুটারের পর এবার তাদের প্রথম ই-বাইক নিয়ে হাজির হল PURE EV। স্টার্টআপ সংস্থাটির তরফে আজ বাণিজ্যিকভাবে ETRYST 350 নামে এক বৈদ্যুতিক কমিউটার মোটরসাইকেল লঞ্চের ঘোষণা করা হয়েছে। পিওর ইভির দাবি, ই-বাইকটির নকশা থেকে শুরু করে কারিগরি এবং নির্মাণ ভারতেই করা হয়েছে‌।

ETRYST 350 এর দাম রাখা হয়েছে ১,৫৪,৯৯৯ টাকা (এক্স-শোরুম)। ব্যাটারি পরিচালিত মোটরসাইকেলটি ঘন্টা প্রতি ৮৫ কিলোমিটার গতিবেগে ছুটতে সক্ষম। চলার শক্তি যোগাতে এতে ৩.৫ কিলোওয়াট আওয়ার লিথিয়াম এনএমসি ব্যাটারি দেওয়া হয়েছে‌। যা AIS 156 সার্টিফায়েড এবং সংস্থার নিজস্ব কারখানায় তৈরি।

পিওর ইভি জানিয়েছে, ব্যাটারিটি ফুল চার্জ করলে ৯০-১৪০ কিলোমিটার পর্যন্ত নিশ্চিন্তে সফর করা যাবে‌‌। পুরোপুরি চার্জ হতে ৬ ঘন্টা সময় লাগবে‌। ETRYST 350 এর ভেতরে ৪ কিলোওয়াট ক্ষমতার বিএলডিসি হাব মোটর বর্তমান। ০-৪০ কিমি প্রতি ঘন্টা স্পিড তোলা যাবে ৪.৪ সেকেন্ডে। রাইডিং মোড তিনটি  – ড্রাইভ, ক্রস ওভার, এবং থ্রিল। এটি সর্বোচ্চ ১৫০ কেজি পর্যন্ত ওজন বহনে সক্ষম‌। সংস্থার দাবি, এর পারফরম্যান্স ১৫০ সিসির প্রিমিয়াম মোটরসাইকেলের মতো হবে।

ETRYST 350 এর দু’চাকায় একটি করে ২২০ মিমি ডিস্ক ব্রেক আছে। ইলেকট্রিক মোটরসাইকেলটির ব্যাটারির উপর পাঁচ বছর/৫০,০০০ কিমি ওয়ারেন্টি অফার করছে সংস্থা। হেডল্যাম্প, টেললাইট, টার্ন সিগন্যাল, ডিআরএল পুরোপুরি এলইডি। তিনটি রঙে পাওয়া  যাবে এটি – সি ব্লু, পাঞ্চ ব্ল্যাক, এবং ট্যান রেড। দেশজুড়ে সংস্থার ১০০-এর বেশি ডিলারশিপে উপলব্ধ হবে