Tecno Pova 5G: 120Hz ডিসপ্লে, 6000mAh ব্যাটারি সহ টেকনোর প্রথম ফাইভ-জি ফোন ভারতে লঞ্চ হল

আজ, ভারতের বাজারে ফাইভ-জি স্মার্টফোন সেগমেন্টে আনুষ্ঠানিকভাবে পা রাখল টেকনো। সংস্থাটি এ দেশে Tecno Pova 5G লঞ্চের ঘোষণা করেছে। এটি সংস্থার প্রথম ৫জি হ্যান্ডসেট৷ যা ডিসেম্বরের শেষলগ্নে নাইজেরিয়ার বাজারে আত্মপ্রকাশ করেছিল। Tecno Pova 5G-এ বিশাল ডিসপ্লে, পাওয়ারফুল ব্যাটারি, ও ৫০ মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা রয়েছে। এছাড়া, এতে MediaTek Dimensiy 900 প্রসেসর দেওয়া হয়েছে, যা অত্যন্ত সক্ষম ফাইভ-জি চিপসেট হিসেবে পরিচিত। Tecno Pova 5G-এ আর কী কী রয়েছে, এক নজরে দেখে নেওয়া যাক সেগুলি।

ভারতে টেকনো পোভা ৫জি এর দাম ও লভ্যতা (Tecno Pova 5G Price and Availability in India)

ভারতে টেকনো পোভা ৫জি-এর দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা। এই মূল্যে স্মার্টফোনটি সীমিত সময়ের জন্য উপলব্ধ হবে। মিলবে কালো রঙে। ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন’স ডে-র দিন অ্যামাজনে টেকনো পোভা ৫জি-এর প্রথম সেল রাখা হয়েছে।

টেকনো পোভা ৫জি স্পেসিফিকেশনস ও ফিচার্স (Tecno Pova 5G Specifications and Features)

টেকনো পোভা ৫জি ফোনে পাঞ্চ-হোলযুক্ত ৬.৯৫ ইঞ্চি এলসিডি ডিসপ্লে রয়েছে, যার রেজোলিউশন ফুল-এইচডি প্লাস (১০৮০x২৪০০ পিক্সেল), রিফ্রেশ রেট ১২০ হার্টজ, এবং স্ক্রিন-টু-বডি রেশিও ৯১%। টেকনো পোভা ৫জি ডাইমেনসিটি ৯০০ প্রসেসরে দ্বারা পরিচালিত। ফোনটি ৮ জিবি LPDDR5 র‌্যাম ও 128 জিবি UFS 3.1 স্টোরেজ কনফিগারেশনে পাওয়া যাবে। আবার ৩ জিবি ভার্চুয়াল র‌্যামের সুবিধা রয়েছে। মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে স্টোরেজ ৫১২ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।

Tecno Pova 5G এর ব্যাক প্যানেলে রয়েছে তিনটি ক্যামেরা – একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ২ মেগাপিক্সেল ক্যামেরা, এবং একটি এআই সেন্সর। সেল্ফি ও ভিডিও কলিংয়ের জন্য ফোনের সামনে ডুয়াল ফ্ল্যাশ-সহ ১৬ মেগাপিক্সেল ক্যামেরা আছে।

টেকনো পোভা ৫জি ৬,০০০ এমএএইচ ব্যাটারি পেয়েছে, যা ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। এছাড়া, টেকনো পোভা ৫জি-র ফিচারগুলির মধ্যে সাইড ফেসিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডিটিএস স্পিকার, জেড-অ্যাক্সিস লিনিয়ার মোটর, ১১টি ফাইভ-জি ব্যান্ড, ১৮০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট, এবং অ্যান্ড্রয়েড ১১ উল্লেখযোগ্য।