ওয়ানপ্লাসের নতুন ইয়ারবাড OnePlus Nord Buds 2 ভারতে লঞ্চ হল, দাম বাজেটের মধ্যে

OnePlus Nord CE 3 Lite ফোনের সাথে আজ ভারতে লঞ্চ হল OnePlus Nord Buds 2 TWS ইয়ারফোন। নয়া এই ইয়ারবাড গত বছরে আসা Nord Buds এর উত্তরসূরী হিসেবে এসেছে। এতে পাওয়া যাবে ১২.৪মিমি ডুয়েল ডায়নামিক টাইটেনিয়াম ড্রাইভার ও ডলবি অ্যাটমস সাপোর্ট। ইয়ারবাডটি ৩৬ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। OnePlus Nord Buds 2 এর দাম ও সম্পূর্ণ ফিচার দেখে নেওয়া যাক।

OnePlus Nord Buds 2-এর দাম ও প্রথম সেলের তারিখ

OnePlus Nord Buds 2-এর দাম রাখা হয়েছে ২,৯৯৯ টাকা। এটি ব্ল্যাক ও হোয়াইট কালারে পাওয়া যাবে। ব্র্যান্ডের ওয়েবসাইটের পাশাপাশি ফ্লিপকার্ট ও অ্যামাজন থেকে ইয়ারবাডটি কেনা যাবে। ১১ এপ্রিল থেকে এর সেল শুরু হবে। লঞ্চ অফার হিসেবে ওইদিন আইসিআইসিআই ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা ২০০ টাকা অতিরিক্ত ছাড় পাবেন।

OnePlus Nord Buds 2-এর ফিচার ও স্পেসিফিকেশন

ওয়ানপ্লাস নর্ড বাডস ২ তার পূর্বসূরীর মতো একই সেমি ইন-ইয়ার ডিজাইনে এসেছে। এতে ফ্লাট স্টেম ও সিলিকন ইয়ার টিপস পাওয়া যাবে। ইয়ারফোনটি আইপি৫৫ রেটিং সহ এসেছে, অর্থাৎ জল ও ধুলো লাগলেও নষ্ট হবে না।

এদিকে OnePlus Nord Buds 2 ইয়ারবাডে ১২.৪ মিমি ডুয়েল ডায়নামিক টাইটেনিয়াম ড্রাইভার দেওয়া হয়েছে। এটি অ্যাক্টিভ নয়েজ ক্যান্সলেশন ফিচার সহ এসেছে, যা ২৫ ডেসিবল পর্যন্ত নয়েজ প্রতিরোধ করবে। কলিংয়ের জন্য ডুয়েল মাইক্রোফোন পাওয়া যাবে এতে। আর চারপাশের আওয়াজ সম্পর্কে সচেতন করতে ইয়ারফোনে রয়েছে ট্রান্সপারেন্সি মোড।

আবার OnePlus Nord Buds 2 ইয়ারবাডে ডলবি অ্যাটমস, ডাইরাক সাউন্ড সাপোর্ট করবে। কানেক্টিভিটির জন্য এতে ব্লুটুথ ৫.৩ পাওয়া যাবে। চার্জিং কেস সহ এই ইয়ারবাডে ৪৮০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৬ ঘন্টা ব্যাকআপ দেবে। আর প্রত্যেকটি বাড ৭ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে। চার্জিং কেসে চার্জিংয়ের জন্য ইউএসবি টাইপ সি পোর্ট উপস্থিত।