আসন্ন Samsung Galaxy A33 ফোনে জল লাগলেও নষ্ট হবে‌ না, থাকবে IP67 রেটিং

Samsung Galaxy A33 গত সেপ্টেম্বর থেকেই চর্চায় রয়েছে। এটি আগামী বছরের প্রথম ত্রৈমাসিকের মধ্যে লঞ্চ হতে চলা Galaxy A সিরিজের ফোনগুলির মধ্যে অন্যতম। একটি রিপোর্টে সম্প্রতি দাবি করা হয়েছিল, এটি ডাস্ট ও ওয়াটার রেজিট্যান্স ফিচারের সঙ্গে আসবে। এবার নতুন আরেকটি রিপোর্টেও Samsung Galaxy A33 সম্পর্কে সেই একই তথ্য তুলে ধরে IP (Ingress Protection) রেটিংয়ের মান জানিয়েছে।

সূত্র উল্লেখ করে স্যামমোবাইল তাদের প্রতিবেদনে দাবি করেছে, Galay A33 প্রত্যাশামতোই জলরোধী ক্ষমতার সঙ্গে আত্মপ্রকাশ করবে। এটি Galaxy A52 সিরিজ এবং Galaxy A72-এর মতো IP67-সার্টিফায়েড হবে।

যদিও IP67 প্রোটেকশন স্যামসাংয়ের অন্যান্য প্রিমিয়াম ফোনগুলির IP68 রেটিংয়ের চেয়ে কম, তা সত্বেও হ্যান্ডসেটটি ১ মিটার জলের গভীরতায় ৩০ মিনিট পর্যন্ত সচল থাকতে সক্ষম। মিড-রেঞ্জ সেগমেন্টে যা যথেষ্ট।

উল্লেখ্য, Samsung Galaxy A33-এ Galaxy A53 ও Galaxy A73-এর মতো ডিজাইন থাকবে। সেক্ষেত্রে এটি হেডফোন জ্যাক ছাড়াই আসবে। তবে ওই ফোনদুটির বিপরীতে, পাঞ্চ-হোলের জায়গায় ডিউড্রপ নচ পাবে Galaxy A33। স্মার্টফোনটি হোয়াইট, ব্ল্যাক, লাইট ব্লু, এবং অরেঞ্জ হিউ রঙের বিকল্পে আসতে পারে। এছাড়া এটি 5G-অনলি ভার্সন ও ৫,০০০ এমএএইচ ব্যাটারির সঙ্গে লঞ্চ হবে বলে আশা করা যায়.

এদিকে দক্ষিণ কোরিয়ার একটি ওয়েবসাইটের তথ্য যদি সঠিক হয়, তবে ২০২২ থেকে Samsung এর কম মূল্যের ফোন থেকে শুরু করে মিড-রেঞ্জ ডিভাইসেও জল বা ধুলো থেকে সুরক্ষা মিলবে। অর্থাৎ ওয়াটারপ্রুফিং স্ট্যান্ডার্ড ফিচার হিসেবে মিলতে পারে।