ZTE Libero Flip: চোখ সরাতে পারবেন না, 50MP ক্যামেরা সহ নজরকাড়া ফোল্ডেবল ফোন আনল জেডটিই

ZTE Libero Flip এর দাম ৬৩,০০০ ইয়েন (ভারতীয় মূল্যে প্রায় ৩৪,৯০০ টাকা) রাখা হয়েছে। এই বিক্রয় মূল্য এর ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের।

ZTE আজ SoftBank -এর সাবসিডিয়ারি সংস্থা Y!mobile -এর সাথে হাত মিলিয়ে জাপানের বাজারে Libero Flip হ্যান্ডসেট লঞ্চ করল। এটি হল ZTE -এর নিয়ে আসা প্রথম ভার্টিক্যাল ফোল্ডিং 5G ফোন। এর দাম ৬৩,০০০ ইয়েন (ভারতীয় মূল্যে প্রায় ৩৪,৯০০ টাকা) রাখা হয়েছে। এই বিক্রয় মূল্য এর ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ কনফিগারেশনের। জাপানে ইতিমধ্যেই এর প্রি-অর্ডার শুরু হয়ে গেছে এবং সেল শুরু হবে আগামী ২৯শে ফেব্রুয়ারি থেকে। চলুন ZTE Libero Flip ফোল্ডেবল স্মার্টফোনের স্পেসিফিকেশন এবং ডিজাইন সম্পর্কে জেনে নেওয়া যাক

ZTE Libero Flip ফোল্ডেবল স্মার্টফোনের স্পেসিফিকেশন

ZTE Libero Flip স্মার্টফোনে ৬.৯-ইঞ্চির (২৭৯০×১১৮৮ পিক্সেল) অভ্যন্তরীণ বা ইনার টাচস্ক্রীন এবং ১.৪৩-ইঞ্চির সার্কুলার এক্সটারনাল বা সেকেন্ডারি ডিসপ্লে প্যানেল রয়েছে। বাইরের ডিসপ্লের মাধ্যমে – সেলফি ক্যামেরা ব্যবহার, স্টেপ ট্র্যাকিং, ওয়েদার আপডেট এবং মিউজিক প্লেব্যাক কন্ট্রোল সহ বিভিন্ন কাজ করা যাবে। উক্ত ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭ জেন ১ মোবাইল প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। এই চিপসেটের সাথে ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ সংযুক্ত।

ZTE Libero Flip স্মার্টফোনে রয়েছে ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপথ-অফ-ফিল্ড লেন্স। এদিকে ডিভাইসের সামনে ১৬ মেগাপিক্সেলের সেলফি শ্যুটার দেখা যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য নবাগত এই ফোনে শক্তিশালী ৪,৩১০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৩৩ ওয়াট QC4+/PD3.0 ফাস্ট চার্জিং সমর্থন করে। এই ব্যাটারি ৭৩ মিনিটের মধ্যে সম্পূর্ণ চার্জ হতে সক্ষম। তদুপরি নিরাপত্তার জন্য এই ডিভাইসে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এবং ফেস রিকগনিশন ফিচার উপলব্ধ। এছাড়া কানেক্টিভিটি বিকল্প হিসাবে – ওয়াই ফাই ৬, ব্লুটুথ ৫.২, এবং FeliCa-সামঞ্জস্যপূর্ণ NFC অন্তর্ভুক্ত।

ZTE Libero Flip ফোল্ডেবল স্মার্টফোনের ডিজাইন এবং বিল্ড

ZTE Libero Flip ফোল্ডেবল স্মার্টফোন মোট তিনটি আকর্ষণীয় কালার বিকল্পের সাথে এসেছে, যথা – গোল্ড, হোয়াইট এবং ব্লু। এই ফোন প্রস্থে ৭৬ মিমি এবং স্লিক বডি অফার করে। এটি খোলা অবস্থায় ৭.৩ মিমি, আর ভাঁজ অবস্থায় ১৫.৫ মিমি পুরু এবং এর ওজন ২১৪ গ্রাম। এই ফোন IP42 রেটিং প্রাপ্ত হওয়ায় ধুলো এবং জল প্রতিরোধী। উল্লেখ্য ZTE Libero Flip ফোল্ডেবল ফোনকে ৬০-১১০ ডিগ্রি পর্যন্ত ভাঁজ করা যাবে। যার দরুন ডিভাইসটি টেবিলে রেখে ছবি তুলতে পারবেন ইউজাররা।