WhatsApp ব্যবহারকারীদের জন্য সুখবর, আসছে নতুন এই ছয়টি ফিচার

চলতি বছরের শুরু থেকেই প্রাইভেসি পলিসিকে কেন্দ্র করে বিতর্কের জেরে টেক দুনিয়ার খবরের শিরোনামে রয়েছে WhatsApp (হোয়াটসঅ্যাপ)। এই নিয়ে সংস্থাটি খানিকটা অস্বস্তির মধ্যে থাকলেও, Facebook (ফেসবুক)-এর মালিকানাধীন মেসেজিং মাধ্যমটি যে গ্রাহকদের আকর্ষিত করার বা Signal (সিগন্যাল), Telegram (টেলিগ্রাম)-এর মতো প্রতিদ্বন্দ্বীদের পিছনে ফেলার চেষ্টায় কোনো ত্রুটি রাখছে না তা হালফিলে আরও একবার বোঝা গেল। আসলে সম্প্রতি খবর পাওয়া গেছে যে, গ্রাহকদের সুবিধার্থে ইন্সট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটি একঝাঁক নতুন ফিচার রোলআউট করতে চলেছে। ভবিষ্যতে ইউজাররা নতুন কী কী ফিচারের সুবিধা উপভোগ করতে পারবেন, আসুন সেগুলির উপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

View Once (ভিউ অনস্)

এই ফিচারটির সাহায্যে ইউজাররা চিরকালের মতো অদৃশ্য (disappears) হয়ে যাওয়ার আগে কোনো মেসেজ একবার দেখার সুযোগ পাবেন। Facebook-এর সিইও মার্ক জুকারবার্গ নিশ্চিত করেছেন যে, এই ফিচারটি খুব শীঘ্রই WhatsApp-এ আসবে।

Disappearing Mode (ডিজঅ্যাপিয়ারিং মোড)

WhatsApp-এ ইতিমধ্যেই Disappearing Message ফিচারটি রয়েছে। এখন, সংস্থাটি তার প্ল্যাটফর্মে সমস্ত কথোপকথন (conversations) ক্ষণস্থায়ী করার পরিকল্পনা করছে। WhatsApp তার প্ল্যাটফর্মে একটি Disappearing Mode
ফিচার রোলআউট করতে চলেছে, যা টার্ন অন করা থাকলে একটি নির্দিষ্ট সময়ের পরে সমস্ত চ্যাট অদৃশ্য হয়ে যাবে।

Multi-device support (মাল্টি ডিভাইস সাপোর্ট)

WhatsApp তার প্ল্যাটফর্মে মাল্টি-ডিভাইস সাপোর্ট রোলআউট করার পরিকল্পনা করছে, যা ব্যবহারকারীদের তাদের প্রাইমারি ডিভাইসে সক্রিয় ইন্টারনেট সংযোগ (active internet connection) ছাড়াই অন্যান্য কানেক্টেড ডিভাইস থেকে মেসেজিং অ্যাপটি ব্যবহার করতে সক্ষম করবে। এই ফিচারটি আগামী মাসগুলিতে পাবলিক বিটা টেস্টারদের জন্য রোলআউট করা হবে।

Flash Call verification (ফ্ল্যাশ কল ভেরিফিকেশন)

হোয়াটসঅ্যাপ, ফ্ল্যাশ কল ভেরিফিকেশন নামক একটি ফিচারের ওপর কাজ করছে। এই ফিচারের একটি অংশ হিসেবে, হোয়াটসঅ্যাপ কোনও ব্যবহারকারীকে কল করবে এবং তারপরে ব্যবহারকারীর ফোন নম্বরের শেষ চারটি সংখ্যা যাচাই করতে স্বয়ংক্রিয়ভাবে কলটির সংযোগ বিচ্ছিন্ন করবে। এখন যেভাবে একটি সিক্স-ডিজিট OTP ব্যবহার করে সাইন ইন করতে হয়, এই প্রক্রিয়া সেটির বিকল্প হিসেবে কাজ করবে।

Review voice message (রিভিউ ভয়েস মেসেজ)

WhatsApp, রিভিউ ভয়েস মেসেজ নামে একটি ফিচারের উপরও কাজ করছে। এই ফিচারটির সাহায্যে ইউজাররা অন্য কাউকে কোনো ভয়েস মেসেজ পাঠানোর আগে সেগুলি নিজেরা শুনতে সক্ষম হবেন। ফলে বলার সময় কোনো ভুলভ্রান্তি হয়ে গেলে খুব সহজেই ইউজাররা তা সংশোধন করে অন্য কাউকে পাঠাতে পারবেন।

Search for Stickers shortcut (সার্চ ফর স্টিকার শর্টকাট)

এই ফিচারটি ব্যবহার করে ইউজাররা খুব দ্রুত কোনো স্টিকার খুঁজে পেতে সক্ষম হবেন। আসন্ন ফিচারটির সাহায্যে ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপটি চ্যাট বক্সে টাইপ করা প্রথম শব্দটির ভিত্তিতে ইউজারকে তার স্টিকার লাইব্রেরি থেকে মানানসই বা প্রাসঙ্গিক স্টিকারগুলি দেখাবে। চ্যাট বারে একটি শব্দ টাইপ করার পর ইউজারকে চ্যাট বারের ডানদিকে প্রদর্শিত স্টিকার আইকনটিতে ক্লিক করতে হবে। তারপরে হোয়াটসঅ্যাপ, ইউজারের টাইপ করা শব্দটি বিশ্লেষণ করে সেটির সাথে সম্পর্কিত স্টিকারগুলি তাকে দেখাবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন