দাপুটে শতরান পান্ডেজীর, বল‌ হাতে ম্যাজিক বরুনের, আইপিএলের আগে স্বপ্নের ফর্মে KKR তারকারা

আইপিএল ২০২৪ (IPL 2024) প্রায় শুরুর পথেই। মাত্র ১৭ দিন পর থেকে শুরু হবে এই টুর্নামেন্ট। আসন্ন ওই টুর্নামেন্টকে ঘিরে মানুষের উত্তেজনা তুঙ্গে। তবে সবথেকে বেশি আনন্দে দেখা গেছে কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders) ভক্তদের। কারণ কেকেআরের তারকারা বর্তমানে যেরকম ছন্দে রয়েছেন, তাতে শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন ভক্তরা। অন্যদিকে কেকেআরের মেন্টর পদে গৌতম গম্ভীর (Gautam Gambhir) ফেরায় আরও নতুন করে স্বপ্ন দেখছেন ভক্তরা।

আজ কেকেআর দলের দুই তারকাকে সম্প্রতি ডিওয়াই পাটিল টি-২০ টুর্নামেন্টে (DY Patil T20 Tournament 2024) জ্বলে উঠতে দেখা গেছে। দুইজন কেকেআর তারকাদের মধ্যে একজনকে ব্যাট হাতে জ্বলে উঠতে দেখা গেছে, অন্যদিকে বল হাতে স্পিনের ভেল্কি দিয়ে বাজিমাত করেছেন এক কেকেআর স্পিনার। টুর্নামেন্টে আজ ব্যাট হাতে জ্বলে উঠেছেন মনীশ পান্ডে (Manish Pandey)। অন্যদিকে বল হাতে জ্বলে উঠেছেন মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)।

সম্প্রতি ডিওয়াই পাটিল টি-২০ টুর্নামেন্টে নিজের জীবনের সেরা ছন্দে রয়েছেন নাইট তারকা মনীশ পান্ডে। বিগত কিছু বছরের তুলনায় এবার আইপিএলের আগে বেশ ভালো ছন্দেই লক্ষ্য করা যাচ্ছে তাকে। আজ ডিওয়াই পাটিল টি-২০ টুর্নামেন্টে মাত্র ৪৯ টি বল খেলে অপরাজিত ১০৩ রানের ইনিংস খেলেছেন মনীশ পান্ডে। এই দেখে অনেকেই মনে করছেন, নিজের পুরোনো দল কেকেআরে ফিরে বেশ ভালোই খেলবেন তিনি। এছাড়াও রঞ্জি ট্রফিতেও ভালো ছন্দে দেখা গেছে তাকে।

মনীশ ব্যাট হাতে সকলের নজর কাড়লেও, বল হাতে কেকেআর ভক্তদের নজর কেড়েছেন গত মরশুমে কেকেআরের জার্সিতে সবথেকে বেশি উইকেট নেওয়া বরুণ চক্রবর্তী। সম্প্রতি ডিওয়াই পাটিল টি-২০ টুর্নামেন্টে একের পর এক ম্যাচে ভক্তদের মন জিতেই আসছেন তিনি। আজও তার অন্যথা ঘটেনি। আজ ব্যাঙ্ক অফ বরোদার বিরুদ্ধে বোলিং করতে নেমে ৪ ওভার বল করে মাত্র ১৫ রান খরচা করে ৩ উইকেট শিকার করেন তিনি। আইপিএলের আগে আগেই এরকম ছন্দে বরুণকে দেখে আবারও তার থেকে ২০ এর অধিক উইকেট প্রত্যাশা করছেন ভক্তরা।