RedmiBook Pro, Redmi e-Learning Edition: স্মার্টফোনের পর রেডমি ভারতে লঞ্চ করলো প্রথম ল্যাপটপ, দাম সাধ্যের মধ্যে

অবশেষে ভারতে লঞ্চ হল রেডমির প্রথম ল্যাপটপ। Xiaomi-র এই সাব ব্র্যান্ডটি আজ RedmiBook Pro এবং RedmiBook e-Learning Edition নামে দুটি ল্যাপটপ এদেশে এনেছে। কয়েক সপ্তাহ আগে Redmi Note 10T 5G এর লঞ্চ ইভেন্টে এদের ঝলক দেখানো হয়েছিল। ল্যাপটপ দুটিতেই ১৫.৬ ইঞ্চির FHD ডিসপ্লে, ১১তম প্রজন্মের ইন্টেল টাইগার লেক প্রসেসর, উইন্ডোজ ১০ হোম ভার্সন, এমএস অফিস ২০১৯, এমআই শেয়ার, ৮ জিবি র‍্যাম এবং NVMe এসএসডি বর্তমান। আর উভয় ল্যাপটপই একটানা ১০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে।

প্রসঙ্গত রেডমি জানিয়েছে যে, রেডমিবুক প্রো এবং রেডমিবুক ই-লার্নিং এডিশন ল্যাপটপের পারফরম্যান্সকে অপ্টিমাইজ করা হয়েছে। ফলে ডিভাইসগুলি ১৩.৩৬ সেকেন্ড বুট টাইম, ১.০১ সেকেন্ড ওয়েক টাইম এবং ২০.৩৪ সেকেন্ড রিবুট টাইম রেকর্ড করেছে। আসুন সদ্য লঞ্চ হওয়া রেডমিবুক প্রো এবং রেডমিবুক ই-লার্নিং এডিশন ল্যাপটপের দাম এবং স্পেসিফিকেশন জেনে নেওয়া যাক।

RedmiBook Pro এবং Redmibook e-Learning Edition এর দাম, লভ্যতা ও অফার

ভারতে রেডমিবুক প্রো ল্যাপটপের দাম ৪৯,৯৯৯ টাকা রাখা হয়েছে। অন্যদিকে, রেডমিবুক ই-লার্নিং এডিশনের ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে যথাক্রমে, ৪১,৯৯৯ টাকা এবং ৪৪,৯৯৯ টাকা।

রেডমিবুক প্রো ও রেডমিবুক ই-লার্নিং এডিশন ল্যাপটপ দুটি সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট Mi.com, Mi Home store এবং ই-কমার্স প্ল্যাটফর্ম Flipkart থেকে আগামী ৬ আগস্ট পাওয়া যাবে। ল্যাপটপ দুটি চারকোল গ্রে কালারের সাথে এসেছে।

লঞ্চ অফার হিসেবে HDFC ব্যাঙ্কের কার্ড হোল্ডাররা রেডমিবুক ১৫ সিরিজের এই দুটি ল্যাপটপ কেনার ক্ষেত্রে কিছু ডিসকাউন্ট পাবেন। ডিসকাউন্টের পর, রেডমিবুক প্রো ল্যাপটপের দাম কমে ৪৬,৪৯৯ টাকায় গিয়ে দাঁড়াবে। আর রেডমিবুক ই-লার্নিং এডিশনের ২৫৬ জিবি এবং ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টকে যথাক্রমে ৩৯,৪৯৯ টাকায় এবং ৪২,৪৯৯ টাকায় ক্রয় করা যাবে।

RedmiBook Pro স্পেসিফিকেশন

রেডমিবুক প্রো ল্যাপটপটি ১৫.৬ ইঞ্চির FHD ডিসপ্লে এবং আন্টি-গ্লেয়ার ফিনিশিং ডিজাইন সহ এসেছে। এতে ব্যবহার করা হয়েছে ইন্টেল আইরিশ এক্সই গ্রাফিক্স এবং সর্বোচ্চ ৪.৪ গিগাহার্টজ ক্লক রেটের সাথে ১১তম প্রজন্মের ইন্টেল কোর i5-11300H টাইগার লেক প্রসেসর। ল্যাপটপটি ৮ জিবি DDR4 (৩২০০ মেগাহার্টজ) র‍্যাম এবং ৫১২ জিবি NVMe এসএসডি সহ পাওয়া যাবে।

কানেক্টিভিটির জন্য RedmiBook Pro ল্যাপটপে, ডুয়েল-চ্যানেল ৫ গিগাহার্টজ ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.০ উপস্থিত। আবার পোর্ট অপশনের ক্ষেত্রে এতে, ৩.৫ মিমি অডিও জ্যাক, এসডি কার্ড স্লট, একটি ইউএসবি ২.০ পোর্ট, দুটি ইউএসবি ৩.২ পোর্ট ল্যান (LAN), এইচডিএমআই পোর্ট এবং চার্জিং পোর্ট সামিল থাকছে।

রেডমিবুক প্রো ল্যাপটপে, DTS অডিও সাপোর্ট সহ দুটি ২ ওয়াটের স্পিকার, দুটি মাইক্রোফোন সমেত ৭২০ পিক্সেল ওয়েবক্যাম এবং মাল্টি-টাচ ট্রাকপ্যাড সাপোর্ট পাওয়া যাবে। এতে, ১.৫ মিমি ডিপ কী-ট্রাভেল সহ সিজার মেকানিজম ডিজাইনের কীবোর্ড রয়েছে। ফলে ইউজাররা আরো স্বাচ্ছন্দ্যের সাথে টাইপ করতে পারবেন। পাওয়ার ব্যাকআপের জন্য ল্যাপটপে ৪৬WHr ব্যাটারি আছে, যা ৬৫ ওয়াট ফাস্ট চার্জিং সমর্থন করবে। রেডমির দাবি, তাদের এই ল্যাপটপটি একটানা ১০ ঘন্টা পর্যন্ত ব্যাটারি লাইফ অফার করবে।

RedmiBook e-Learning Edition স্পেসিফিকেশন

রেডমিবুক ই-লার্নিং এডিশন ল্যাপটপেও ১৫.৬ ইঞ্চির FHD ডিসপ্লে দেওয়া হয়েছে। এতে, ১১তম প্রজন্মের ইন্টেল কোর i3-1115G4 টাইগার লেক প্রসেসর ব্যবহার করা হয়েছে। এই প্রসেসরের ক্লক রেট ফ্রিকোয়েন্সি ৪.১ গিগাহার্টজ। আর স্টোরেজ হিসাবে রেডমিবুক ১৫ সিরিজের এই ল্যাপটপে, ৮ জিবি DDR4 (৩২০০ মেগাহার্টজ) র‍্যাম এবং ৫১২ জিবি এসএসডি পাওয়া যাবে। পূর্ববর্তী ল্যাপটপের ন্যায় রেডমিবুক ই-লার্নিং এডিশনেও, ১.৫ মিমি ডিপ কী-ট্রাভেল সহ সিজার মেকানিজম ডিজাইনের কীবোর্ড, বড়ো মাল্টি-টাচ ট্রাকপ্যাড, ডুয়েল-চ্যানেল ৫ গিগাহার্টজ ওয়াই-ফাই এবং ব্লুটুথ ৫.০ সাপোর্ট পাওয়া যাবে। রেডমি জানিয়েছে, এই ল্যাপটপটি একক চার্জে টানা ১০ ঘন্টা অবধি সক্রিয় থাকবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন