বুলেট গতিতে ছুটছে Redmi, থামার লক্ষণ নেই, রহস্যময় ফোন লঞ্চের জন্য নিচ্ছে বিশেষ প্রস্তুতি

রেডমি সম্প্রতি কয়েকটি নতুন ফোন লঞ্চ করেছে। যার মধ্যে উল্লেখযোগ্য Redmi 12 (থাইল্যান্ড) ও Note 12R (চীন)। আবার সংস্থাটি MediaTek Dimensity 9200+ প্রসেসর সহ K60 Ultra লঞ্চের তোড়জোড় শুরু করেছে। এই সবের মাঝে, আরেকটি একটি নতুন রেডমি ফোনকে সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) ওয়েবসাইটে দেখা গেছে, যা মডেলটির লঞ্চের ইঙ্গিত দেয়। এই আপকামিং রেডমি ফোনটির সম্পর্কে আর কি কি তথ্য সামনে এসেছে, দেখে নেওয়া যাক।

Redmi নতুন মিড-রেঞ্জার গ্লোবাল মার্কেটে আনছে

রেডমি শীঘ্রই বিশ্ব বাজারে একটি নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে৷ যার নাম সঠিক ভাবে এখনও জানা যায়নি। তবে টিপস্টার মুকুল শর্মা 23076RN8DY মডেল নম্বর সহ ডিভাইসটিকে সিঙ্গাপুরের আইএমডিএ (IMDA) ওয়েবসাইটে স্পট করেছেন। এটি ৫জি এবং এনএফসি সাপোর্ট অফার করবে বলে জানা গিয়েছে। এছাড়া ফোনটির অন্যান্য স্পেসিফিকেশন, বাণিজ্যিক নাম অজানা রয়েছে। উল্লেখ্য, ফোনের মডেল নম্বরে “2307” সংখ্যাটি ইঙ্গিত দেয় যে এটি চলতি জুলাই মাসেই আত্মপ্রকাশ করতে পারে। তবে রেডমি এখনও এ বিষয়ে কিছু বলেনি।

এদিকে ব্র্যান্ডটি চীনে তাদের নতুন রেডমি কে৬০ আল্ট্রা লঞ্চের প্রস্তুতি নিচ্ছে। এতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্লাস প্রসেসর থাকবে বলে জানা গেছে৷ আর টিসিএল হক্সিং (TCL Huaxing) দ্বারা সরবরাহ করা সরু-ফ্রেম যুক্ত ১.৫কে অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে ব্যবহার করা হবে এই ফোনে। রেডমি কে৬০ আল্ট্রাতে ধাতব ফ্রেম, ৫০ মেগাপিক্সেল ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি উপস্থিত থাকবে।

প্রসঙ্গত, রেডমির লেটেস্ট মডেল হিসাবে হালে চীনে Note 12R লঞ্চ হয়েছে, যা নয়া কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ২ চিপসেট যুক্ত বিশ্বের প্রথম ফোনগুলির মধ্যে একটি। এতে ৬.৭৯ ইঞ্চির এলসিডি প্যানেল রয়েছে, যা ফুলএইচডি+ স্ক্রিন রেজোলিউশন, ৯০ হার্টজ রিফ্রেশ রেট, ২৪০ হার্টজ টাচ স্যাম্পলিং রেট এবং ডিসি ডিমিং অফার করে। এছাড়াও, Redmi Note 12R মডেলে রয়েছে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সিস্টেম, ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা এবং ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি।