Nitin Gadkari: তেলের মূল্যবৃদ্ধিকে ডোন্ট কেয়ার! জল থেকে তৈরি জ্বালানি চালিত গাড়িতে সংসদে এলেন গডকড়ী, ছবি ভাইরাল

গত ন’দিনে এই নিয়ে আট বার। পেট্রল-ডিজেলের টানা দামবৃদ্ধিতে নাভিশ্বাস উঠছে মধ্যবিত্তের। প্রতিবারের মতো এবারও তেলের দাম নিয়ে কেন্দ্র ও রাজ্যের মধ্যে দায় ঠেলাঠেলি দেখে অভ্যস্ত সাধারণ মানুষ। তবে যারা বৈদ্যুতিক যানবাহন ব্যবহার করছেন, তাদের এখন ফুরফুরে মেজাজ। অন্য দিকে, কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নিতিন গডকড়ীর (Nitin Gadkari) ব্যাপারই আলাদা। আজ তিনি নিজের বাসস্থান থেকে সোজা সংসদে এসে পৌঁছলেন সাদা রঙের Toyota Mirai গাড়িতে সওয়ার হয়ে‌

টয়োটা মিরাই এর বিশেষত্ব হল এটি ভারতের প্রথম হাইড্রোজেন নির্ভর ফুয়েল সেল ইলেকট্রিক ভেহিকেল (FCEV)। সহজ ভাষায় বললে, দেশে জল থেকে উৎপাদিত হাইড্রোজেন গ্যাস চালিত প্রথম গাড়ি। ট্যাঙ্ক ভর্তি অবস্থায় ৬০০ কিলোমিটার পথ সফর করতে পারে এটি। কিলোমিটার পিছু খরচ মাত্র ২ টাকা। এই গাড়ি কোনও দূষণ সৃষ্টি করে না‌। হাইড্রোজেন এবং অক্সিজেনের মধ্যে রাসায়নিক বিক্রিয়া থেকে উৎপন্ন বিদ্যুতে চলে টয়োটা মিরাই।

জ্বালানি তেলের আমদানি কমিয়ে বরাবরই বিকল্প শক্তির ব্যবহারে জোর দিতে বলতে দেখা যায় গডকড়ীর বক্তব্যে। আজও তার ব্যতীক্রম হল না। তিনি বলেন, “হাইড্রোজেন জ্বালানির ভবিষ্যত। আত্মনির্ভরতার লক্ষ্যে আমরা সবুজ হাইড্রোজেনের প্রচলন ঘটাচ্ছি, যা জল থেকে উৎপাদিত হচ্ছে। পরীক্ষামূলক ভাবে এই প্রকল্পের কাজ চলবে। “প্রসঙ্গত, গত সপ্তাহ দুয়েক ভারতে টয়োটা মিরাইয়ের পাইলট প্রজেক্টের সূচনা হয়েছে।

তিনি আরও বলেন, এখন সবুজ হাইড্রোজেনের উৎপাদন ভারতের শুরু হবে। এর ফলে জ্বালানি তেলের আমদানি খরচ কমবে‌ এবং বিপুল কর্মসংস্থান সৃষ্টি হবে‌। বিকল্প জ্বালানির ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে আর দু’বছরের মধ্যেই বিদ্যুৎচালিত গাড়ির দাম যে পেট্রোলচালিত গাড়ির দামের সমান হবে, সে বিষয়েও সংসদে পুনরায় আলোকপাত করেন তিনি।