Xiaomi 12: কাল অফিসিয়াল লঞ্চের আগেই শাওমি ১২-এর স্পেসিফিকেশনগুলি জেনে নিন

কাল, ২৮ ডিসেম্বর, মঙ্গলবার শাওমিপ্রেমীদের বড় পাওনা। কারণ সে দিন শাওমি তাদে নতুন Xiaomi 12 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজ লঞ্চ করতে চলেছে। এই সিরিছে Xiaomi 12, Xiaomi 12 Pro, Xiaomi 12X এবং Xiaomi 12 Ultra মডেলের চারটি মডেল আসবে বলে জল্পনা শোনা যাচ্ছে। শাওমিইউআই-এর একটি রিপোর্ট থেকে এবার Xiaomi 12-এর স্পেসিফিকেশনগুলি সামনে এসেছে। সেগুলি কী কী, দেখে নেওয়া যাক।

শাওমি ১২ স্পেসিফিকেশনস (Xiaomi 12 Specifications)

ডিসপ্লে: Xiaomi 12-এর ডিসপ্লের দৈর্ঘ্য ৬.২৮ ইঞ্চি। অ্যামোলেড প্যানেলটি ফুল-এইচডি+ (১০৮০x২৪০০) রেজোলিউশন, ১২০০ নিটস ব্রাইটনেস, এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। এছাড়াও এতে ১ বিলিয়ন কালার ও এইচডিআর ১০+ এর সমর্থন রয়েছে। শাওমি ১২-এর ডিসপ্লের উপরে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাস বর্তমন, যা সবচেয়ে শক্তিশালী গ্লাস প্রোটেকশন হিসেবে পরিচিত।

পারফরম্যান্স: শাওমি ১২ কোয়ালকমের লেটেস্ট স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর দ্বারা পরিচালিত হবে। ফোনটি ১২ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ ভ্যারিয়েন্টে আসবে। পাওয়ার ব্যাকআপের জন্য শাওমি ১২-এ ৪,৫০০ এমএএইচ ব্যাটারি থাকবে, যা ৬৭ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। আবার যারা ওয়্যারলেস চার্জার ব্যবহার করবেন। তাদের জন্য ৩০ ওয়াট ওয়্যারলেস চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে। ফোনটি অ্যান্ড্রয়েড ১২-ভিত্তিক এমআইইউআই ১২ মোবাইল সফটওয়্যারে রান করবে বলে আশা করা যায়।

ক্যামেরা – Xiaomi 12-এর রিয়ার প্যানেলে ক্যামেরার সংখ্যা তিন। যেগুলি হল, একটি ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরা, একটি ১৩ মেগাপিক্সেল আল্ট্রাওয়াইড লেন্স, এবং একটি ৩২ মেগাপিক্সেল টেলিফটো। এছাড়া সেল্ফি ও ভিডিও কলের জন্য থাকতে পারে একটি ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং ক্যামেরা।