লম্বা রেসের ঘোড়া Kawasaki Eliminator কিনতে খরচ কত? দেখুন কলকাতার অন-রোড প্রাইস

কাওয়াসাকি সম্প্রতি ভারতে Eliminator নামে একটি দুর্দান্ত মোটরসাইকেল লঞ্চ করেছে। Vulcan S-এর পর এটি এ দেশে সংস্থার দ্বিতীয় ক্রুজার মডেল। ভারতের বাজারে Kawasaki Eliminator-এর প্রতিপক্ষ হিসেবে রয়েছে Royal Enfield Super Meteor 650। জাপানি সংস্থার বাইকটির দাম 5,62,000 টাকা (এক্স-শোরুম) রাখা হয়েছে। তবে বাইকটির অন-রোড প্রাইস জানেন না অনেকেই। ট্যাক্স, বীমা ধরে কোথাও বাইকটির দাম একটু কম আবার কোথাও বেশি। চলুন কথা না বাড়িয়ে দেশের দশটি বড় শহরে Kawasaki Eliminator-এর অন-রোড মূল্য দেখে নেওয়া যাক।

ভারতে কাওয়াসাকি এলিমিনেটর বাইকের অন-রোড দাম

মুম্বাই : 7,09,628

বেঙ্গালুরু : 7,10,565

দিল্লি : 6,42,187

পুণে : 7,09,628

নভি মুম্বাই : 7,10,734

হায়দ্রাবাদ : 6,64,668

আমেদাবাদ : 6,30,950

চেন্নাই : 6,53,428

কলকাতা : 6,53,429

চন্ডিগড় : 6,53,432

উপরে দেখা যাচ্ছে, Kawasaki Eliminator-এর সবচেয়ে কম দাম আমেদাবাদে, এবং কিনতে সবথেকে বেশি খরচ হবে নভি মুম্বাইয়ে। এক্স শোরুম দামের সাথে বীমা এবং আরটিও চার্জ যুক্ত হওয়ার পর অন-রোড প্রাইস ধার্য হয়েছে। তাই ডিলার এবং রাজ্য ভেদে আসল মূল্য আলাদা। পারফরম্যান্সের কথা বললে, Kawasaki Eliminator 451 সিসি, প্যারালাল-টুইন ইঞ্জিনে চলে। যা থেকে সর্বোচ্চ 49 বিএইচপি শক্তি এবং 38 এনএম টর্ক উৎপন্ন হবে।

ট্রেলিস ফ্রেমের ওপর ভিত্তি করে এসেছে বাইকটি। টেলিস্কোপিক ফ্রন্ট ফর্ক, ডুয়েল রিয়ার শক, সামনে 18 ইঞ্চি এবং পেছনে 16 ইঞ্চি অ্যালয় হুইলের সাথে সিঙ্গেল ডিস্ক ব্রেক আছে। কালার অপশন একটাই আর সেটা হল মেটালিক ফ্ল্যাট স্পার্ক ব্ল্যাক। উল্লেখযোগ্য ফিচার্স হিসাবে রয়েছে ফল এলইডি ইলুমিনেশন এবং স্মার্টফোন কানেক্টিভিটি সহ ডিজিটাল কনসোল।