আনলিমিটেড ডেটার সাথে মিলবে প্রচুর গানের অ্যাক্সেস, Jio-র এই সাশ্রয়ী 3 প্ল্যান কিন্তু সেরার সেরা

ইন্টারনেট ছাড়া জীবন এখন অচল বললেও খুব একটা ভুল হবেনা! আর প্রসঙ্গ যদি হয় হরদম স্মার্টফোন ব্যবহারের, তাহলে সেখানে মোবাইল ডেটার কথা না আনলে চলবেই না। আসলে একটা সময় ছিল যখন মোবাইল শুধু ফোন কল বা মেসেজিংয়ের জন্য ব্যবহৃত হতো। কিন্তু এখন প্রত্যেকেই নানা কারণে স্মার্টফোনে কম-বেশি ইন্টারনেট ব্যবহার করেন। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছে যে, অধিকাংশ স্মার্টফোন ইউজারেরই দৈনিক ১ জিবির বেশি মোবাইল ডেটার প্রয়োজন হয়। এমতাবস্থায় সকলেই সাশ্রয়ী মূল্যে মানে কম টাকায় ডেটা বেনিফিট পেতে চান। এদিকে, মূল্যবৃদ্ধির এই জমানায় দাঁড়িয়েও ইউজারদের চাহিদা উপলব্ধি করে টেলিকম সংস্থাগুলি অনেক দুর্দান্ত প্ল্যান অফার করে থাকে। যেমন আপনি যদি Reliance Jio-র গ্রাহক হন এবং আপনার রোজ অনেকটা ডেটার প্রয়োজন হয়, তাহলে আপনি রিচার্জের জন্য অনেকগুলি বিকল্প পাবেন, যেখানে আনলিমিটেড কলিং ও এসএমএসের সুবিধাও উপলব্ধ; শুধু তাই নয়, এগুলিতে মিলবে কিছু ফ্রি সাবস্ক্রিপশনও। এক্ষেত্রে আপনি যদি কোন প্ল্যান ছেড়ে কোনটি রিচার্জ করবেন সিদ্ধান্ত নিয়ে না উঠতে পারেন, তাহলে এই প্রতিবেদনে আপনার জন্য রইল তিনটি সেরা Jio প্ল্যানের হদিশ।

নিজের Jio নম্বর রিচার্জ করুন এই প্ল্যানগুলি দিয়ে, পাবেন দেদার সুবিধা

১. Jio-র ২৬৯ টাকার প্ল্যান: এই প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড কলিং এবং রোজ ১০০টি এসএমএস ব্যবহারের সুবিধা পাওয়া যায়; এর বৈধতা ২৮ দিন। এক্ষেত্রে এক্সট্রা বেনিফিট বলতে আপনি জিওটিভি (Jio TV), জিও সিনেমা (Jio Cinema)-র মতো জিওর বিনোদন অ্যাপের অ্যাক্সেস পাবেন। শুধু তাই নয়, এতে মিলবে জিওসাভন প্রো (JioSaavn Pro)-এর ফ্রি সাবস্ক্রিপশনও।

২. Jio-র ৫২৯ টাকার প্ল্যান: এই জিও প্ল্যানের বৈধতা ৫৬ দিন। এতেও আপনি প্রতিদিন ১.৫ জিবি ডেটার সাথে আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস পাবেন। এছাড়া এটিতেও থাকবে জিওসাভন প্রোয়ের ফ্রি সাবস্ক্রিপশন এবং জিওটিভি, জিও সিনেমা, জিও সিকিউরিটির অ্যাক্সেস।

৩. Jio-র ৭৮৯ টাকার প্ল্যান: তুলনামূলক বেশি দামি এই প্ল্যানটি রিচার্জ করলে ৮৪ দিনের বৈধতায় প্রতিদিন ২ জিবি করে ডেটা, আনলিমিটেড কলিং এবং দৈনিক ১০০টি এসএমএস পাওয়া যাবে। এছাড়াও এটি জিওসাভন প্রো-এর সাথে সাথে কম্প্লিমেন্টরি জিও অ্যাপের অ্যাক্সেস করা যাবে।

উল্লেখ্য, এই তিনটি প্ল্যানেই Jio True 5G নেটওয়ার্ক অর্থাৎ আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা আছে।