বাজার কাঁপাতে আসছে Tecno Camon 30 Premier, লঞ্চের আগেই ফাঁস হল ডিটেলস

টেকনো (Tecno) গত মে মাসে Camon 20 Premier লঞ্চ করেছে। বর্তমানে শোনা যাচ্ছে যে কোম্পানিটি এর স্মার্টফোনটির উত্তরসূরি, Camon 30 Premier শীঘ্রই লঞ্চ করতে চলেছে। ফোনটি ইতিমধ্যেই ইউরোপের ইইসি (EEC), ব্লুটুথ এসআইজি (Bluetooth SIG) এবং গিকবেঞ্চ (Geekbench) প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে৷ আর এখন Camon 30 Premier টিইউভি (TUV)-এর অনুমোদন লাভ করেছে। যেখান থেকে ডিভাইসটির ব্যাটারি ক্যাপাসিটি সম্পর্কে জানা গিয়েছে।

Tecno Camon 30 Premier পেল TUV-এর অনুমোদন

টিইউভি সার্টিফিকেশন ডেটাবেস থেকে জানা গেছে যে, টেকনো ক্যামন ৩০ প্রিমিয়ার বিশাল ৪,৯০০ এমএএইচ ক্ষমতাসম্পন্ন ব্যাটারির সাথে আসবে। চার্জিংয়ের জন্য, এতে ইউএসবি-সি পোর্টের উপস্থিতি নিশ্চিত করা হলেও, ফাস্ট চার্জিং স্পিড জানা যায়নি। এছাড়া, টিইউভি সার্টিফিকেশন টেকনো ক্যামন ৩০ প্রিমিয়ার সম্পর্কে আর কিছু প্রকাশ করেনি। তবে, আগের সার্টিফিকেশনগুলি থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, ক্যামন ৩০ প্রিমিয়ার-এ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮২০০ প্রসেসর এবং এটি ১২ জিবি র‍্যাম থাকবে। কোম্পানি অবশ্য লঞ্চের সময় আরও র‍্যাম অপশন অফার করতে পারে।

উল্লেখ্য, টেকনো ক্যামন ৩০ প্রিমিয়ার গিকবেঞ্চ বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মের সিঙ্গেল-কোর টেস্টে ৫২৯ পয়েন্ট এবং মাল্টি-কোর টেস্টে ১,৩৫৫ পয়েন্ট স্কোর করেছে। অ্যান্ড্রয়েড ১৩ সহ গিকবেঞ্চ-এ তালিকাভুক্ত হযলেও, টেকনো সম্ভবত অ্যান্ড্রয়েড ১৪ সহ লঞ্চ করতে পারে। কেননা, ক্যামন ২০ প্রিমিয়ার ছিল গুগল পিক্সেলের পর প্রথম স্মার্টফোন, যেটি অক্টোবরে অ্যান্ড্রয়েড ১৪ ওএস আপডেট পেয়েছিল। তাই স্বাভাবিকভাবেই আশা করা যায় যে, এর উত্তরসূরিটি লেটেস্ট অপারেটিং সিস্টেমের সাথেই লঞ্চ হবে।

এছাড়া, ব্লুটুথ স্পেশাল ইন্টারেস্ট গ্রুপের সার্টিফিকেশন থেকে জানা গেছে যে Tecno Camon 30 Premier ব্লুটুথ ৫.৩ সাপোর্ট সহ আসবে। যদিও টেকনো এখনও এই ডিভাইসটির জন্য কোনও আনুষ্ঠানিক লঞ্চের তারিখ ঘোষণা করেনি, তবে উক্ত সার্টিফিকেশনগুলি নির্দেশ করছে যে Camon 30 Premier খুব শীঘ্রই বাজারে পা রাখতে পারে।