সেলফি প্রেমীদের মন জয় করতে আসছে Tecno Spark 10 5G, Spark 10, Spark 10 C, কোন‌ কোন দেশে লঞ্চ হবে

কিছুদিন আগেই সেলফি লাভারদের মন জয় করতে গ্লোবাল মার্কেটে লঞ্চ হয়েছে Tecno Spark 10 Pro। এটি মিড রেঞ্জে এসেছে। তবে এছাড়া এই সিরিজের অধীনে বিভিন্ন রেঞ্জের আরও কয়েকটি ফোন বাজারে আসবে বলে আজ কোম্পানির তরফে নিশ্চিত করা হয়েছে। Tecno -র তরফে বলা হয়েছে এই সিরিজের তিনটি ডিভাইস শীঘ্রই লঞ্চ হতে চলেছে।

আর এই ফোন তিনটি হল – Tecno Spark 10 5G, Spark 10, Spark 10 C। এই মডেল তিনটিও সেলফি প্রেমীদের জন্য আনা হবে। আর এগুলি পাওয়া যাবে আফ্রিকা, দক্ষিণপূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়া, দক্ষিণ আমেরিকা ও ইউরোপের বিভিন্ন দেশে।

যদিও কোম্পানির তরফে Tecno Spark 10 5G, Spark 10, Spark 10 C এর স্পেসিফিকেশন এখনও জানায়নি। তবে আমরা আশা করতে পারি যে, লো লাইট ফটোগ্রাফির জন্য এর সামনে এলইডি ফ্ল্যাশ থাকবে। আর ডিভাইসগুলি বড় ব্যাটারি ও মিডিয়াটেক প্রসেসর সহ আসবে। এছাড়া এদের কিছু কিছু ফিচার Tecno Spark 10 Pro মডেলের মতো হবে।

Tecno Spark 10 Pro এর স্পেসিফিকেশন

টেকনো স্পার্ক ১০ প্রো ফোনে পারফরম্যান্সের জন্য ব‌্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। আর এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক হাইওএস ১২.৬ (HiOS 12.6) কাস্টম স্কিনে চলে। ডিভাইসটি ৮ জিবি পর্যন্ত র‌্যাম ও ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ পাওয়া যাবে। আবার এতে ৮ জিবি ভার্চুয়াল র‌্যাম সাপোর্ট করবে।

টেকনো স্পার্ক ১০ প্রো এর সামনে দেখা যাবে ৬.৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪৬০x১০৮০ পিক্সেল) IPS LCD ডিসপ্লে, যা ২০.৫:৯ এসপেক্ট রেশিও, ৯০ হার্টজ রিফ্রেশ রেট অফার করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য পাওয়া যাবে ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। আর পিছনে‌ কোয়াড LED ফ্ল্যাশ সহ ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এই ক্যামেরাগুলি হল – ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং একটি AI লেন্স।

পাওয়ার ব্যাকআপের জন্য Tecno Spark 10 Pro ফোনে রয়েছে ১৮ ওয়াট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ ব্যাটারি। আর সিকিউরিটির জন্য এই ফোনের ডান প্রান্তে অবস্থিত পাওয়ার বাটনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এম্বেড থাকছে।