জেফ বেজোস পদ ছাড়ার পর Amazon-এর নতুন সিইও হলেন অ্যান্ডি জ্যাসি, জানুন তাঁর জীবনের অজানা কিছু তথ্য

এই বছরের গোড়ার দিকেই জানা গিয়েছিল যে, বছরের শেষে শীর্ষপদ বদল হবে Amazon-এর। তবে শেষ পর্যন্ত আর অপেক্ষা করতে হল না, আজ অর্থাৎ ৫ জুলাই Amazon-এর সিইও বা প্রধান নির্বাহীর পদ ছাড়লেন জেফ বেজোস (Jeff Bezos) এবং সংস্থার নতুন সিইও হয়েছেন অ্যান্ডি জ্যাসি (Andy Jassy)। এর আগে কোম্পানিটির প্রতিষ্ঠাতা বেজোস ২০২১ সালের ফেব্রুয়ারিতে অ্যামাজনের কর্মীদের একটি চিঠিতে বলেছিলেন যে, তিনি অ্যামাজন বোর্ডের এক্সিকিউটিভ চেয়ারে অধিষ্ঠিত হবেন। এর পাশাপাশি বেজোস নতুন প্রোডাক্ট ও এবং প্রাথমিক উদ্যোগের উপর মনোনিবেশ চালিয়ে যাবেন, যেখানে জ্যাসি অ্যামাজনের সমস্ত জিনিসের দেখাশোনা করবেন। তবে যার ওপর বিশ্বাস করে বেজোস এই গুরুদায়িত্ব অর্পণ করলেন, সেই অ্যান্ডি জ্যাসি আসলে কে? নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে! তাহলে চলুন, বিশ্বের অন্যতম বৃহত্তম ক্লাউড কম্পিউটিং বিজনেসের নতুন সিইও অ্যান্ডি জ্যাসি সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা জেনে নেওয়া যাক।

Amazon এর নতুন CEO হলেন Andy Jassy

১. অ্যান্ডি জ্যাসি ১৯৯৭ সালে মার্কেটিং ম্যানেজার হিসেবে অ্যামাজনে তাঁর কর্মজীবন শুরু করেছিলেন। তিনি তাঁর কর্মজীবনের প্রাথমিক পর্যায়ে MBI-তে প্রোজেক্ট ম্যানেজার ছিলেন।

২. অ্যামাজনের নতুন সিইও অ্যান্ডি জ্যাসি হার্ভার্ড বিজনেস স্কুল থেকে MBA করেছেন। এরপর তিনি অ্যামাজনে চাকরি পান।

৩. ২০-এর দশকের শুরুতে অ্যান্ডি জ্যাসি বেজোসের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেন। টেকনোলজির দুনিয়ায় অ্যামাজন কে সুপ্রতিষ্ঠিত করতে তাঁর অবদান অনস্বীকার্য।

৪. অ্যান্ডি জ্যাসি অ্যামাজন ওয়েব সার্ভিসের (Amazon Web Services বা AWS) প্রতিষ্ঠাতা হিসেবে পরিচিত। তিনি ৫৭ জনের একটি দল নিয়ে সার্ভিসটি শুরু করেছিলেন। ১৩ বছর পর তিনি AWS-এ সিইও পদে উন্নীত হন। জ্যাসির নতুন সিইও হওয়ার অন্যতম প্রধান কারণ হল AWS-এ তাঁর অসামান্য সাফল্য, যা Amazon-কে কেবলমাত্র একটি ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে ক্লাউড কম্পিউটিং সংস্থায় রূপান্তরিত করেছিল।

৫. ৫৩ বছর বয়সী অ্যান্ডি জ্যাসি মার্কিন যুক্তরাষ্ট্রের সিয়াটেলের বাসিন্দা। তিনি এলানা রোশেল ক্যাপলানকে বিয়ে করেছেন, যিনি পেশায় একজন ফ্যাশন ডিজাইনার এবং তাঁদের দুটি সন্তান আছে।

৬. কনজিউমার চিফ জেফ উইলকে অবসর গ্রহণের কথা ঘোষণা করার পরেই প্রায় ধরে নেওয়া হয়েছিল যে জ্যাসি পরবর্তী সিইও হবেন। উইলকে ছিলেন Amazon-এর দ্বিতীয় সর্বোচ্চ পদমর্যাদার কর্মকর্তা।

৭. Amazon-এ কাজ করা ছাড়াও, জ্যাসি খেলাধুলা পছন্দ করেন এবং নিউ সিয়াটেল ন্যাশনাল হকি লীগ ফ্র্যাঞ্চাইজি Kraken-এর পার্টনার, যারা ২০২১-২০২২ মরশুমে লীগে যোগ দেবে।

৮. জ্যাসি মনে করেন, জীবনে সফল হওয়ার চাবিকাঠি হল রিইনভেনশন। রয়টার্সের একটি প্রতিবেদন অনুযায়ী, ডিসেম্বরে এক কোম্পানি ফোরামে জ্যাসি বলেছিলেন, দীর্ঘমেয়াদি সাফল্য পেতে হলে পুনর্বিন্যাস একান্ত প্রয়োজন। তাঁর মতে, এর জন্য প্রথমে সত্যের গোড়ায় পৌঁছোনোও জরুরি; তবে সত্যিটা কী, তা জানতে হলে নিরলস ও দৃঢ় হতে হবে।

৯. Amazon-এ জ্যাসির ৩০ মিলিয়ন ডলারেরও বেশি স্টক রয়েছে বলে জানা গেছে। ২০২০ সালে AWS-এর সিইও থাকাকালীন তার বেস কম্পেন্সেশন ছিল ১৭৫,০০০ ডলার।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন