Honda Activa হোক বা TVS Ntorq, আপনার জন্য কোন স্কুটার আদর্শ কেনার আগে বুঝবেন কীভাবে?

বাইকের পাশাপাশি আজকের দিনে দাঁড়িয়ে যাতায়াত ব্যবস্থার এক অন্যতম সহজ মাধ্যম হল স্কুটার। ভারতে যেমন বিভিন্ন ভাষাভাষী ও ধর্মের মানুষ বাস করছেন একসাথে তেমনভাবেই নানা সংস্থার তৈরি বিভিন্ন ধরনের স্কুটার মডেল রয়েছে ভারতের বাজারে। প্রতিদিনের ব্যবহারের জন্য Honda Activa-র মতো তেল সাশ্রয়ী মডেল থেকে শুরু করে TVS Ntorq এর মতো স্টাইলিশ স্কুটার এমনকি দূরে পাড়ি দেওয়ার জন্য Yamaha Aerox এর মতো পাওয়ারফুল মডেলও পাবেন আপনি। কিন্তু আপনার জন্য কোনটা আদর্শ বুঝবেন কীভাবে? আপনার স্কুটার বাছাই করার কাজটি সহজতর করতে পাঁচ টিপস রইল এই প্রতিবেদনে।

বাজেট

স্কুটারের দামের রেঞ্জ কিন্তু কয়েক হাজার টাকা থেকে কয়েক লাখ টাকা পর্যন্ত বিস্তৃত। তাই আপনার পছন্দের স্কুটারটি কেনার ক্ষেত্রে নিজের বাজেট সম্পর্কে সঠিক ধারণা থাকা প্রয়োজন। বাজেট অনুযায়ী স্কুটারের পারফরমেন্স এবং তার ফিচার্সে তারতম্য থাকে। উদাহরণস্বরূপ, বেশি দামের স্কুটারগুলির মধ্যে ব্লুটুথ , রাইডিং মোড, ডিজিটাল ডিসপ্লে, অ্যালয় হুইল প্রভৃতি দেখতে পাওয়া যায়। আবার সস্তা মডেলগুলিতে এইগুলি অনুপস্থিত থাকে।

প্রয়োজন অনুযায়ী বৈশিষ্ট্যযুক্ত মডেল নির্বাচন

আপনার ব্যবহারিক প্রয়োজন অনুযায়ী স্কুটারের মডেল নির্বাচন করুন। যদি আপনি মূলত শহরের মধ্যেই প্রতিদিনের যাতায়াত ব্যবস্থার জন্যই স্কুটার কিনতে চান সেক্ষেত্রে তেল সাশ্রয়ী এবং সহজেই ব্যস্ত যানজটের মধ্য দিয়ে চালানো যায় এমন স্কুটার কেনাই বাঞ্ছনীয়। তবে সপ্তাহের শেষে নিজের শখের স্কুটার নিয়ে দূরে পাড়ি দিতে হলে অবশ্যই প্রয়োজন উচ্চ পারফরমেন্স প্রদানকারী, আরামদায়ক এবং পর্যাপ্ত স্টোরেজ স্পেস যুক্ত স্কুটারের।

ব্রান্ড বাছাই

আগেই বলেছি আমাদের দেশে স্কুটার মার্কেটে বিভিন্ন সংস্থা তাদের ডালি সাজিয়ে বসে রয়েছে। যেমন এদেশের অন্যতম জনপ্রিয় স্কুটার Activa-র নির্মাতা Honda। এছাড়াও TVS Jupiter, Suzuki Access, Yamaha Ray-Z এবং Hero Maestro Edge অন্যতম ভালো অপশন। যে সংস্থা পর্যাপ্ত গুণগতমান সমৃদ্ধ স্কুটার বিক্রি এবং তার পরবর্তী সময়কার সার্ভিস সংক্রান্ত বিভিন্ন পরিসেবা সঠিকভাবে দিতে পারবে ভরসা রাখুন সেই সংস্থার উপরেই।

মাইলেজ

ভারতের মতো মধ্যবিত্ত প্রধান দেশে যে কোনো ধরনের যানবাহন কেনার ক্ষেত্রে মাইলেজ একটি বড় ফ্যাক্টর। তাই অবশ্যই স্কুটার বাছাইয়ের সময় সেই মডেলটি ১ লিটার পেট্রোলে কতটা ছুটতে পারে সেটি সঠিকভাবে জেনে নেওয়া উচিত। বর্তমানে ফুয়েল ইনজেক্টটেড ইঞ্জিন হওয়ার দৌলতে এমনিতেই পূর্বের তুলনায় খানিকটা অতিরিক্ত মাইলেজ পাওয়া যায়। তাই এই বিষয়টি গুরুত্ব সহকারে দেখে নেবেন।

নিজের ব্যক্তিগত পছন্দ

পরিশেষে নিজের পছন্দের স্কুটার বাছাই করার আগে নিজের ব্যক্তিগত ইচ্ছাকে মর্যাদা দেওয়া প্রয়োজন। আপনার মন যদি চায় একটি বড় ফুয়েল ট্যাংক যুক্ত স্কুটার কিনতে। কিংবা এমন কোন স্কুটার যার ডিজাইন হবে চোখ ধাঁধানো, ইঞ্জিন হবে শক্তিশালী, তবে তেমন মডেলই বাছুন আপনি।