Google Pixel 8 সিরিজে এবার মিষ্টি রঙের চমক, আগামী সপ্তাহেই উঠতে চলেছে পর্দা

Google Pixel 8 সিরিজ গত বছর অক্টোবর মাসে আত্মপ্রকাশ করেছিল। এই লাইনআপে স্ট্যান্ডার্ড Google Pixel 8 এবং Google Pixel 8 Pro – এই দুটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে স্ট্যান্ডার্ড মডেলটি ওবসিডিয়ান, হ্যাজেল এবং রোজ কালার অপশনে পাওয়া যায়। অন্যদিকে, প্রো মডেলটি ওবসিডিয়ান, পোরসেলিন এবং বে কালারে লঞ্চ হয়েছিল। এখন, গুগল ঘোষণা করেছে যে Pixel 8 সিরিজে শীঘ্রই একটি নতুন কালার অপশন যুক্ত হতে চলেছে।

Google Pixel 8 সিরিজ মিলবে নতুন কালার অপশনে

গুগল অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একটি পোস্ট করেছে, যেখানে একটি বাইনারি সিকোয়েন্স দেখানো হয়েছে, যা “ফ্রেশ ইয়ার, ফ্রেশ ড্রপ”-কে টিজ করছে। এর সাথে আসা লিঙ্কটি ব্যবহারকারীদের গুগল স্টোরে নিয়ে যায় এবং টিজার ভিডিওটি মিন্ট গ্রীন শেডে “ইটসলাইভিং” কথাটি তুলে ধরেছে, নতুন রঙের বিকল্পটির একটি আভাস দেয়, যা আগামী ২৫ জানুয়ারি প্রকাশিত হবে৷

প্রসঙ্গত, গুগল পিক্সেল ৮ সিরিজ গত অক্টোবর মাসে লঞ্চ হয়। এই সিরিজটি বর্তমানে দুটি স্মার্টফোন নিয়ে গঠিত, তবে একটি তৃতীয় মডেল (Pixel 8a) আগামী দিনে লঞ্চ হবে বলে আশা করা হচ্ছে। নির্দিষ্ট মডেলটি মিন্টি ফ্রেশ কালারে পাওয়া যাবে কিনা, সে বিষয়টি এখনও নিশ্চিতভাবে জানা যায়নি।

জানিয়ে রাখি, Google Pixel 8 Pro ভ্যারিয়েন্টে ৬.৭ ইঞ্চির এলটিপিও ওলেড (LTPO OLED) ডিসপ্লে রয়েছে। এতে পারফরম্যান্সের জন্য Google Tensor G3 চিপসেটটি ব্যবহার করা হয়েছে, যা ১২ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজের সাথে যুক্ত। ফোনটির ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা, একটি ৪৮ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স এবং ৫x অপটিক্যাল জুম সহ একটি ৪৮ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স উপস্থিত রয়েছে৷ পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটিতে ৩০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০৫০ এমএএইচ ব্যাটারি রয়েছে। নিরাপত্তার জন্য, Google Pixel 8 Pro-এ একটি ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পাশাপাশি ফেস আনলক ফিচারটি মিলবে।

অন্যদিকে, স্ট্যান্ডার্ড Google Pixel 8-এ রয়েছে ৬.২ ইঞ্চির ওলেড (OLED) ডিসপ্লে। এটি ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি/২৫৬ জিবি স্টোরেজ সহ Google Tensor G3 চিপসেট দ্বারা চালিত। ফোনটির ক্যামেরা সেটআপে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং একটি ১২ মেগাপিক্সেলের আল্ট্রা-ওয়াইড-অ্যাঙ্গেল লেন্স উপস্থিত রয়েছে। পাওয়ার ব্যাকআপের জন্য, ডিভাইসটি ৪,৫৭৫ এমএএইচ ব্যাটারির সাথে এসেছে। এটিও Pro মডেলের মতোই একই সিকিউরিটি ফিচার অফার করে। উভয় মডেলই আইপি৭৮ (IP68) ধুলো এবং জল-প্রতিরোধী রেটিং এবং বিভিন্ন কালার অপশনে উপলব্ধ।