মিডিয়া ফাইল ফরোয়ার্ড করার আগে আসবে সতর্কতা, WhatsApp ব্যবহারকারীদের জন্য আসছে নয়া নিয়ম

চলতি সময়ে তাৎক্ষণিকভাবে কাউকে কোনো মেসেজ পাঠানোর জন্য কমবেশি সকলেই WhatsApp ব্যবহার করেন। একজনের পাঠানো ছবি, ভিডিও, জিআইএফ এবং ডকুমেন্টের মতো মিডিয়া ফাইল অন্য কাউকে ফরোয়ার্ড করার ক্ষেত্রে Meta মালিকানাধীন ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মটির জনপ্রিয়তা এখন আকাশছোঁয়া। তাই ইউজারদের সুবিধার্থে এবার মেসেজ ফরোয়ার্ডিংয়ের ক্ষেত্রে প্ল্যাটফর্মটিতে একটি নতুন ফিচার যুক্ত করেছে সংস্থাটি। সম্প্রতি পাওয়া খবর অনুযায়ী, WhatsApp হালফিলে একটি অ্যালার্ট ফিচার চালু করেছে, যার দৌলতে iOS ব্যবহারকারীরা ক্যাপশন সহ ছবি, ভিডিও, জিআইএফ এবং ডকুমেন্টের মতো মিডিয়া ফাইল অন্যকে ফরোয়ার্ড করতে চান কি না, সে সম্পর্কে যথাযথভাবে অবহিত হতে সক্ষম হবেন। সহজে বললে, iPhone ইউজাররা কাউকে ক্যাপশন সহ কোনো মেসেজ সেন্ড করবেন কি না, সে বিষয়ে তাদেরকে আরও ভালো নিয়ন্ত্রণ প্রদান করবে আলোচ্য ফিচারটি। আসুন, এ ব্যাপারে বিশদে জেনে নেওয়া যাক।

এবার কোনো মিডিয়া ফাইল ফরোয়ার্ড করার সময় সাথে ক্যাপশন থাকবে কি না, সে ব্যাপারে ব্যবহারকারীদেরকে সতর্ক করবে WhatsApp

ধরা যাক, আপনাকে কেউ একটা ছবি অথবা ভিডিও পাঠিয়েছে, যার সাথে একটি ক্যাপশন সংযুক্ত রয়েছে। কিন্তু আপনি ক্যাপশন ছাড়া ওই মিডিয়া ফাইলটিকে ফরোয়ার্ড করতে চান। উল্লেখ্য যে, এতদিন পর্যন্ত আইওএস ভার্সনের হোয়াটসঅ্যাপে মেসেজ ফরওয়ার্ড করার সময় সেটির সাথে সংযুক্ত থাকা ক্যাপশনটি ফরোয়ার্ড করা যেত না। তবে টেস্টফ্লাইট (TestFlight) অ্যাপ থেকে আইওএসের জন্য লেটেস্ট হোয়াটসঅ্যাপ বিটা ইনস্টল করার পরে ইউজাররা এই সুবিধাটি পেতে সক্ষম হয়েছেন। তবে আলোচ্য ফিচারটির আগমনের সুবাদে এবার কাউকে কোনো ক্যাপশনযুক্ত মেসেজ পাঠাতে চাইলে হোয়াটসঅ্যাপ ইউজারদেরকে একটি অ্যালার্ট শো করবে, যার দৌলতে ব্যবহারকারীরা ক্যাপশন সহ নাকি ক্যাপশন ছাড়া মেসেজটি অন্য কাউকে পাঠাবেন, সে সম্পর্কে সিদ্ধান্ত নিতে পারবেন।

iOS ব্যবহারকারীদের জন্য বর্তমানে আলোচ্য ফিচারটি উপলব্ধ হয়েছে

আপনাদেরকে জানিয়ে রাখি, হোয়াটসঅ্যাপের ফিচার ট্র্যাকার WABetaInfo-র এক সাম্প্রতিক রিপোর্টে এই খবরটি প্রকাশ্যে এসেছে। আলোচ্য ফিচারটির একটি স্ক্রিনশট শেয়ার করে WABetaInfo জানিয়েছে যে, উক্ত ফিচারটির দৌলতে এখন কাউকে ইমেজ, ভিডিও, জিআইএফ, বা ডকুমেন্টের মতো মিডিয়া ফাইল পাঠানোর ক্ষেত্রে ইউজাররা একটি অ্যালার্ট পেতে সক্ষম হবেন। এর ফলে ব্যবহারকারীরা চাইলে ক্যাপশন সহ মেসেজ অন্য কাউকে পাঠাতে পারবেন; আবার চাইলে ছবি কিংবা ভিডিওর সঙ্গে যে ক্যাপশন লেখা রয়েছে, তা ডিলিটও করে দেওয়া যাবে। উল্লেখ্য, আলোচ্য ফিচারটির অ্যাক্সেস পেতে চাইলে আইওএস ব্যবহারকারীদেরকে হোয়াটসঅ্যাপের লেটেস্ট ভার্সনটি ইন্সটল করতে হবে।

এখন অতি অনায়াসে যে-কোনো গ্রুপ মেম্বারের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারবেন অ্যাডমিন, WhatsApp নিয়ে এসেছে Contact shortcut ফিচার

অন্যদিকে, WABetaInfo-র অপর একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে যে, Meta মালিকানাধীন কোম্পানিটি হালফিলে গ্রুপ অ্যাডমিনদের জন্য কন্ট্যাক্ট শর্টকাট (Contact shortcut) নামক একটি নতুন ফিচার নিয়ে এসেছে। এর দৌলতে অ্যাডমিনরা গ্রুপ মেম্বারদেরকে খুব দ্রুত কল করতে কিংবা তাদের সাথে অতি অনায়াসে ব্যক্তিগতভাবে চ্যাট করতে সক্ষম হবেন। উপরন্তু, যখন কোনো গ্রুপ মেম্বার গ্রুপে যোগ দেবেন কিংবা গ্রুপ ছেড়ে চলে যাবেন, তখন উক্ত ফিচারের সৌজন্যে WhatsApp তাদের নম্বরগুলিকে হাইলাইট করবে, যাতে অ্যাডমিনরা খুব সহজেই তাদের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। আলোচ্য কন্ট্যাক্ট শর্টকাট ফিচারের আগমনের সুবাদে অ্যাডমিনরা কোনো গ্রুপ মেম্বারের ফোন নম্বরের ওপর ট্যাপ করে হোল্ড করে রাখলেই তাকে অতি অনায়াসে সরাসরি ফোন কিংবা মেসেজ করতে পারবেন। ফলে যে সকল গ্রুপে প্রচুর সংখ্যক সদস্য রয়েছে, সেই সকল গ্রুপের অ্যাডমিনরা এই ফিচারটির সহায়তায় বেশ ভালোরকমভাবে উপকৃত হবেন। উল্লেখ্য, এই মুহূর্তে Apple App Store থেকে iOS-এর জন্য WhatsApp-এর লেটেস্ট আপডেট (ভার্সন ২৩.১.৭৫) ইনস্টল করলেই উক্ত ফিচারটি সমস্ত ব্যবহারকারীদের হাতের মুঠোয় চলে আসবে।