৮ জিবি র‌্যামের সাথে Vivo Y53s শীঘ্রই ভারত সহ বিভিন্ন মার্কেটে লঞ্চ হচ্ছে

Vivo শীঘ্রই তাদের Y সিরিজের বেশ কয়েকটি নতুন স্মার্টফোন ভারতসহ অন্যান্য মার্কেটে লঞ্চ করার প্রস্তুতি নিচ্ছে। এদের মধ্যে একটি স্মার্টফোন হল Vivo Y53s। সম্প্রতি এই ফোন কে V2058 মডেল নম্বরের সাথে ভারতের BIS সার্টিফিকেশন সাইটে দেখা গিয়েছিল। আজ ফোনটি CQC (চীনা কোয়ালিটি সার্টিফিকেশন সেন্টার) সার্টিফিকেশন সাইট ও গুগল প্লে কোনসোলে (Google Play Console) অন্তর্ভুক্ত হয়েছে। এখান থেকে Vivo Y53s ফোনের চার্জিং ক্যাপাসিটি, প্রসেসর, ডিসপ্লে প্রভৃতি সম্পর্কে জানা গেছে।

Vivo-Y53s-V2058-33W-CQC

গুগল প্লে কনসোল লিস্টিং অনুযায়ী, ভিভো ওয়াই৫৩এস ফোনটিতে মিডিয়াটেক MT6769T প্রসেসর ব্যবহার করা হবে, এটি আসলে মিডিয়াটেক হেলিও জি৮০ প্রসেসরের মডেল নম্বর। আবার এই ফোনে থাকবে ৮ জিবি র‌্যাম। পাশাপাশি ফোনটি Mali G52 জিপিইউ সহ আসবে। অপারেটিং সিস্টেম হিসেবে এতে থাকবে অ্যান্ড্রয়েড ১১।

গুগল প্লে কনসোল থেকে আরও জানা গেছে, Vivo Y53s ফোনটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে সহ আসবে, যার পিক্সেল রেজোলিউশন থাকবে ১০৮০ x ২৪০৮। আবার এর স্ক্রিন ডেন্সিটি ৪৪০। যদিও এছাড়া এখান থেকে ফোনটির বাকি আর কোনো স্পেসিফিকেশন জানা যায়নি।

Vivo-Y53s-V2058-Google-Play-Console

তবে CQC সার্টিফিকেশন সাইট থেকে আমরা জানতে পেরেছি যে, ভিভো ওয়াই৫৩এস ফোনে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং (11V, 3A) সাপোর্ট করবে। এছাড়াও ফোনটি ১৮ ওয়াট (9V 2A) ও ১০ ওয়াট (5V, 2A) স্পিডে চার্জ হবে।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন