Realme Narzo 50i ফোনে থাকবে ৪ জিবি পর্যন্ত র‌্যাম, সেপ্টেম্বরে লঞ্চ হবে?

Narzo 50A-এর পর এবার Narzo 50i। বাজেট স্মার্টফোনের বাজারে চমক দেওয়ার পথে Realme। গত সপ্তাহে জানা গিয়েছিল, Realme Narzo 50A লঞ্চ করা হবে ভারতের বাজারে। পাশাপাশি স্মার্টফোনটিও ছবিও ফাঁস হয়। আবার এখন জনপ্রিয় এক টিপস্টার টুইট বার্তায় জানিয়েছেন, ভারতে Narzo 50i নামে আরও একটি Narzo 50 সিরিজের ফোন লঞ্চ করবে Realme। Narzo 50i এ দেশে কী কী কালার ও স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে, সে বিষয়েও তথ্য দিয়েছেন ওই টিপস্টার।

Realme Narzo 50i আসছে দুটি স্টোরেজ ও কালার ভ্যারিয়েন্টে

টিপস্টার মুকুল শর্মার টুইট অনুসারে, ২ জিবি র‌্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি স্টোরেজ অপশনে আসবে রিয়েলমি নারজো ৫০ আই। এছাড়া ফোনটি মিন্ট গ্রীন ও কার্বন ব্ল্যাক কালারে পাওয়া যাবে।

https://twitter.com/stufflistings/status/1431573414569906178?s=19

রিয়েলমি নারজো ৫০ আই এর স্টোরেজ ও কালার অপশন ব্যতীত আর কোনও তথ্য দিতে পারেননি মুকুল শর্মা। তবে গিকবেঞ্চের মতো বেঞ্চমার্কিং প্ল্যাটফর্মে খুব শীঘ্রই ফোনটি দেখতে পাওয়ার ব্যাপারে আমরা আশাবাদী। তাহলে রিয়েলমি নারজো ৫০ আই কোন প্রসেসর-সহ আসবে, তার একটা ধারনা করা যাবে।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বরে ভারতে Narzo 20 সিরিজের স্মার্টফোনের ঘোষণা করা হয়েছিল। এতএব, সামনের মাসেই হয়ত ভারত সহ অন্যান্য দেশে Narzo 50 সিরিজের ঘোষণা করতে পারে রিয়েলমি।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন