বাজার কাঁপাতে 350-650 সিসির দারুণ সব বাইক লঞ্চ করতে চলেছে Royal Enfield

ইদানিং ভারতে বড় ইঞ্জিনের মোটরসাইকেলের কদর বাড়তে দেখা যাচ্ছে। চাহিদা পূরণে তাই কোমর বেঁধেছে বিভিন্ন কোম্পানি। বেশ কিছু সংস্থা এবছর বড় ইঞ্জিনের বাইক হাজির করার সিদ্ধান্ত নিয়েছে। যার মধ্যে অন্যতম Royal Enfield। তারা ৩৫০, ৪৫০ ও ৬৫০ সিসি তিনটি বাইক লঞ্চের জন্য মুখিয়ে রয়েছে। চলুন আগামী ক’মাসের মধ্যে লঞ্চ হতে চলা নির্মাতার আসন্ন তিনটি বাইক সম্পর্কে বিশদে জেনে নেওয়া যায়।

Royal Enfield Bobber 350

Classic 350-এর ওপর ভিত্তি করে নতুন ববার বাইক আনছে রয়্যাল এনফিল্ড। এতে কেবলমাত্র রাইডারের জন্যই সিটের ব্যবস্থা রয়েছে। ডিজাইনের মধ্যে রয়েছে উঁচু হ্যান্ডেলবার, গোলাকৃতি হেডল্যাম্প, টিয়ারড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, ডুয়েল স্প্লিট ফ্লোটিং সিট, নম্বর প্লেট ও ইন্ডিকেটর সহ একটি প্রমিনেন্ট টায়ার হাগার, ফ্রন্ট সেট ফুটপেগ। এতেও থাকছে একটি ৩৪৯ সিসি সিঙ্গেল সিলিন্ডার, এয়ার-অয়েল কুল্ড ইঞ্জিন। এবছরের শেষের দিকে বাজারে হাজির হতে পারে বাইকটি। এতে ক্লাসিক ও মডার্ন উভয় বৈশিষ্ট্যের সহাবস্থান থাকছে।

Royal Enfield Himalayan 450

নভেম্বরের শুরুতে রয়্যাল এনফিল্ড অ্যাডভেঞ্চার মোটরসাইকেল সেগমেন্টে তাদের নতুন Himalayan 450 লঞ্চ করতে চলেছে। বাজারে এর প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছে – KTM 390 Adventure X, Triumph Scrambler 400X ও Hero Xpluse 420। এটি সংস্থার প্রথম ৪৫০ সিসি ইঞ্জিনের বাইক।

Royal Enfield Himalayan 450-এর ৪৫০ সিসি সিঙ্গেল সিলিন্ডার, লিকুইড কুল্ড ইঞ্জিন থেকে সর্বোচ্চ ৪০ পিএস শক্তি উৎপন্ন হতে পারে। এর সাথে সংযুক্ত থাকবে ৬-স্পিড গিয়ারবক্স। ফিচারের তালিকায় এলইডি হেডল্যাম্প, এলইডি টেল ল্যাম্প ও ইন্ডিকেটর, আপসাইড ডাউন ফ্রন্ট ফর্ক, অফসেট মোনোশক রিয়ার সাসপেনশন, স্প্লিট সিট ইত্যাদির দেখা মিলবে। ডুয়েল পারপাস অ্যাডভেঞ্চার টুরার মডেলটি সংস্থার পোর্টফোলিওতে Himalayan 411-এর উপরে স্থান পাবে।

Royal Enfield Scram 650

Scrambler 650 হচ্ছে রয়্যাল এনফিল্ডের ৬৫০ সিসি পোর্টফলিও-র নতুন সদস্য। ২০২৪-এর প্রারম্ভে হাজির হতে পারে বাইকটি। Interceptor 650 ও Continental GT 650-এর প্ল্যাটফর্ম এতেও ব্যবহার করা হয়েছে। এমনকি এই দুটি মোটরসাইকেলের ইঞ্জিন সহ আসবে Scrambler 650। ৬৪৮ সিসি, প্যারালাল টুইন মোটর থেকে সর্বোচ্চ ৪৭ বিএইচপি শক্তি এবং ৫২ এনএম টর্ক উৎপন্ন হবে। স্পাই শটে দেখা গিয়েছে এতে উপস্থিত একটি সার্কুলার হেডল্যাম্প, টিয়ার-ড্রপ আকৃতির ফুয়েল ট্যাঙ্ক, ফ্ল্যাট সিট, টু-ইন-ওয়ান এগজস্ট, ডুয়েল পারপাস টায়ার সমেত নজরকাড়া ওয়্যার স্পোক হুইল।