Mi 12 এর লঞ্চ নিয়ে নতুন তথ্য ফাঁস, থাকবে Snapdragon 895 প্রসেসর

সাধারণত বছরের অন্তিম সময়ে Qualcomm তাদের পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ প্রসেসর আনুষ্ঠানিকভাবে লঞ্চ করে থাকে। তবে চলতি বছরে তার ব্যতীক্রম হচ্ছে। নির্ধারিত সময়সূচীর আগেই আমেরিকান চিপ মেকারটির নেক্সট জেনারেশন ফ্ল্যাগশিপ প্রসেসর Snapdragon 895 লঞ্চ হতে পারে। আত্মপ্রকাশের সময় অন্তত দিন পনেরো এগিয়ে আসবে বলে জানা গিয়েছে। যার ফলে Xiaomi-র প্রিমিয়াম স্মার্টফোন Mi 12 ডিসেম্বরের প্রথমে বাজারে পা রাখতে পারে।

Mi 12 লঞ্চ হবে Snapdragon 895 প্রসেসরের সাথে

টিপস্টার আইস ইউনিভার্সের (IceUniverse) ফাঁস করা তথ্য অনুযায়ী, স্ন্যাপড্রাগন ৮৯৫ প্রসেসরের লঞ্চের তারিখ কোয়ালকম সপ্তাহ দুয়েকের বেশি এগিয়ে নিয়ে যাবে। যার ফলে শাওমির পরবর্তী প্রজন্মের ফ্ল্যাগশিপ ফোন এমআই ১২ ডিসেম্বরের শেষান্তে নয়, মাঝামাঝি বা শুরুর দিকে লঞ্চ হতে পারে।

নম্বর প্যাটার্ন বিচার করে এমআই ১২ বলে উল্লেখ করলেও, শাওমির আপকামিং প্রিমিয়াম গ্রেডের স্মার্টফোনের অফিশিয়াল নাম আমাদের অজানা। তবে এটি এমআই ১২ নামে আসার সম্ভাবনাই বেশি। অন্যদিকে স্ন্যাপড্রাগন ৮৯৫ প্রসেসরের প্রথম ফোন আনার কৃতিত্ব এ বছর শাওমির দখলে যাওয়া নিয়ে কিছুটা সংশয় আছে। কারণ, লেনোভোর জেনারেল ম্যানেজার বলেছিলেন, স্ন্যাপড্রাগন ৮৯৫ প্রসেসর-সহ তাদের লেটেস্ট ফ্ল্যাগশিপ ফোন নিউ ইয়ার্স ডে’র (৩১ ডিসেম্বর) আগে লঞ্চ হবে। এখন দেখার শাওমি এম১২-এর অভিষেক তার আগে হয় কিনা!

প্রসঙ্গত, অতীতে একাধিকবার দেখা গেছে, কোয়ালকমের নতুন ফ্ল্যাগশিপ প্রসেসরের ঘোষণার কিছুদিন পরেই শাওমি তাদের ফ্ল্যাগশিপ ফোন লঞ্চ করেছে। গত বছর যেমন শাওমি স্ন্যাপড্রাগন ৮৮৮ প্রসেসরের প্রথম স্মার্টফোন হিসেবে এমআই ১১ লঞ্চ করেছিল।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন