WhatsApp এ চলে এল মিউট চ্যাট ফরএভার ফিচার, কি সুবিধা পাবেন জানুন

নিত্যনতুন ফিচার এনে ব্যবহারকারীদের অধিক সুবিধা দিতে সদা তৎপর WhatsApp। বিশেষ করে ফেসবুক এই অ্যাপটি অধিগ্রহণ করার পর, এতে আরও দ্রুত নতুন ফিচার যুক্ত হচ্ছে। এবার এই ইনস্ট্যান্ট মেসেজিং প্ল্যাটফর্মে এল একটি নতুন ফিচার, যার নাম মিউট চ্যাট ফরএভার (mute chats forever)। প্রায় একমাস ধরে এই ফিচারের ওপর কাজ করছিল হোয়াটসঅ্যাপ। তবে আজ অ্যান্ড্রয়েড, আইওএস ও ওয়েব ভার্সনের জন্য এই ফিচারটি নিয়ে এসেছে বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং কোম্পানিটি।

হোয়াটসঅ্যাপ ফিচার মনিটর সাইট, WABetaInfo গতমাসের শেষের দিকে জানিয়েছিল WhatsApp তাদের প্ল্যাটফর্মে অলওয়েজ মিউট ফিচারের ওপর কাজ করছে। এর আগে কোনো চ্যাটকে আপনি ৮ ঘন্টা, ১ সপ্তাহ ও ১ বছরের জন্য মিউট করে রাখতে পারতেন। তবে এবার থেকে ১ বছরের বদলে সারাজীবনের জন্য মিউট করে রাখা যাবে। অর্থাৎ আপনি আর তার থেকে (যার চ্যাটকে মিউট করবেন) কখনও মেসেজ পাবেন না।

এই ফিচারটি হয়তো সবার জন্য খুব প্রয়োজনীয় নাও হতে পারে। কারণ অনেকেই চ্যাট মিউট করতে পছন্দ করেন না। বা তারা ব্লক অপশন ব্যবহার করেন। তবে অনেকে আছেন যারা কাউকে ব্লক না করে চ্যাট মিউট করে রাখতে ভালোবাসেন। তাদের জন্য WhatsApp mute chats forever ফিচার লাভজনক হবে।

এই ফিচার ছাড়াও WhatsApp আরেকটি ফিচারের ওপর কাজ করছে, যার নাম ‘Vacation Mode’। এই ফিচারে ব্যবহারকারী আর্কাইভ চ্যাট কে সারাজীবনের জন্য লুকিয়ে রাখতে পারবেন। সাধারণ আর্কাইভ চ্যাটে নতুন মেসেজ আসলে একটি পপ আপ দেখা যায়। তবে ভ্যাকেশন মোডে কোনো পপ আপ দেখা যাবেনা।