মধ্যবিত্তের Apple Watch, কিনবেন নাকি Noise ColorFit Vision 3 স্মার্টওয়াচ, রয়েছে কলিং ফিচার

ভারতীয় বাজারে Noise ColorFit Vision 3 স্মার্টওয়াচের সিলিকন স্ট্র্যাপ যুক্ত মডেলের দাম ধার্য করা হয়েছে ৩,৯৯৯ টাকা

চলতি মাসে ভারতীয় বাজারে ইতিমধ্যেই আত্মপ্রকাশ করেছে Noise ব্র্যান্ডের তিনটি স্মার্টওয়াচ। এবার সংস্থাটি বাজারে আনলো তাদের নতুন আরেকটি স্মার্টওয়াচ, যার নাম Noise ColorFit Vision 3 । এটি গত বছর লঞ্চ হওয়া Noise ColorFit Vision 2 স্মার্টওয়াচের উত্তরসূরী হিসেবে এসেছে। এতে দেওয়া হয়েছে অপেক্ষাকৃত বড় ডিসপ্লে এবং ব্লুটুথ কলিং সাপোর্ট। সেই সঙ্গে ঘড়িটি প্রিমিয়াম লুক দেবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise ColorFit Vision 3 স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Noise ColorFit Vision 3-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Noise ColorFit Vision 3 স্মার্টওয়াচের সিলিকন স্ট্র্যাপ যুক্ত মডেলের দাম ধার্য করা হয়েছে ৩,৯৯৯ টাকা। পাশাপাশি এর মেটাল স্ট্র্যাপ মডেলের দাম থাকছে ৪,৯৯৯ টাকা। সংস্থার নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স ফ্লিপকার্ট থেকে কিনতে পাওয়া যাচ্ছে ঘড়িটি।

Noise ColorFit Vision 3-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Noise ColorFit Vision 3 স্মার্টওয়াচ ১.৯৬ ইঞ্চি আয়তক্ষেত্রাকার রাউন্ড এজ সহ অ্যামোলেড ডিসপ্লের সাথে এসেছে। যার রেজোলিউশন ৪১০ x ৫০২ পিক্সেল। ঘড়িটি দেখতে একেবারেই অ্যাপল ওয়াচের মত। এর ডান ধারে থাকছে একটি ডিজিটাল ক্রাউন ও বাটন। আর মেটালিক এবং লেদার স্ট্র্যাপের সাথে আসা নতুন এই ঘড়িটি প্রিমিয়াম লুক দেবে বলে দাবি করেছে সংস্থাটি।

ব্লুটুথ কলিং সমর্থনকারী এই ঘড়িতে দেওয়া হয়েছে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি। আবার এতে অলওয়েজ অন ডিসপ্লে সাপোর্ট করবে। তবে এর জন্য আলাদা করে ব্যাটারি খরচ হবে না। শুধু তাই নয়, ঘড়িটিতে ব্যবহারকারী পাবেন ১৫০টি ওয়াচফেস ব্যবহার করার সুযোগ।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে ২৪/৭ হার্টরেট মনিটর, SpO2 সেন্সর, ফিমেল সাইকেল ট্র্যাকার, স্ট্রেস মনিটর, স্লিপ ট্র্যাকার উপলব্ধ। সেই সঙ্গে ঘড়িটি একটি ব্রিদিং সেশন অফার করবে। এখানেই শেষ নয়, এতে পাওয়া যাবে ১০০টি স্পোর্টস মোডের সুবিধা।

এবার আসা যাক Noise ColorFit Vision 3 স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি সাধারণ ব্যবহারে ৭ দিন এবং ব্লুটুথ কলিং ফিচার চালু থাকলে ২ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি জল থেকে সুরক্ষা দেওয়ার জন্য ঘড়িটিতে দেওয়া হয়েছে IP68 রেটিং।