২০০০ টাকা ছাড়, এখান থেকে কিনলে সবচেয়ে সস্তায় পাওয়া যাবে Realme Pad 2

Realme Pad 2 সম্প্রতি লঞ্চ হওয়া একই রেঞ্জের Honor Pad X9 এবং Oppo Pad Air-এর মতো ট্যাবগুলির সাথে প্রতিযোগিতা করবে

রিয়েলমি গত মাসেই ভারতে Realme Pad 2 লঞ্চ করেছে। এটি গত সপ্তাহ থেকে প্রি-অর্ডারের জন্য উপলব্ধ ছিল। আর আজ (১ আগস্ট) এদেশে আনুষ্ঠানিকভাবে ট্যাবলেটটির ওপেন সেল শুরু হয়েছে। আগ্রহী ক্রেতাদের জন্য ডিভাইসটির দামের ওপর ডিসকাউন্ট এবং কিছু আকর্ষণীয় অফারও ঘোষণা করেছে রিয়েলমি। Pad 2-এর দাম ভারতীয় বাজারে ২৫,০০০ টাকারও কম, ফলে এটি সম্প্রতি লঞ্চ হওয়া একই রেঞ্জের Honor Pad X9 এবং Oppo Pad Air-এর মতো ট্যাবগুলির সাথে প্রতিযোগিতা করবে বলে আশা করা যায়। আসুন Realme Pad 2-এর সেল সংক্রান্ত সকল বিবরণ এবং অফারগুলি সম্পর্কে জেনে নেওয়া যাক।

Realme Pad 2-এর সেলের বিবরণ এবং লঞ্চ অফার

রিয়েলমি প্যাড ২-এর ওপেন সেল শুরু হয়ে গেছে। এটি বর্তমানে ব্র্যান্ডের অফিসিয়াল ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট (Flipkart)-এ কেনার জন্য উপলব্ধ। এসবিআই (SBI) এবং এইচডিএফসি (HDFC) ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ব্যবহারকারীরা উভয় প্ল্যাটফর্ম থেকে ট্যাবলেটটির দামের ওপর ১,৫০০ টাকা ছাড় পেতে পারেন। আর আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্কের গ্রাহকরাও ১,৫০০ টাকা ছাড়ের জন্য যোগ্য, তবে শুধুমাত্র কোম্পানির ওয়েবসাইটে।

শুধু তাই নয়, রিয়েলমির ওয়েবসাইট এবং ফ্লিপকার্ট-এ যথাক্রমে ছয় মাস এবং নয় মাসের নো-কস্ট ইএমআই অপশনও মিলবে। এছাড়াও, শিক্ষার্থীরা রিয়েলমি প্যাড ২-এর আসল দামের ওপর ৫০০ টাকার কুপনও পেতে পারেন। তবে এই কুপনটি একটি রিভিউ সাপেক্ষে পাওয়া যাবে, যার জন্য শিক্ষার্থীদের রিয়েলমি স্টোর অ্যাপে স্টুডেন্ট প্রোগ্রাম ব্যানারের অধীনে তাদের স্টুডেন্ট কার্ড আপলোড করতে হবে।

Realme Pad 2-এর স্পেসিফিকেশন এবং মূল্য

Realme Pad 2-এ ২কে (2K) রেজোলিউশন এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেট সহ ১১.৫ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে। ফটোগ্রাফির জন্য, এতে একটি ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং একটি ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা উপস্থিত রয়েছে। ট্যাবলেটটি সর্বাধিক ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ সহ MediaTek Helio G99 প্রসেসর দ্বারা চালিত। পাওয়ার ব্যাকআপের জন্য, Realme Pad 2-এ বড় ৮,৩৬০ এমএএইচ ব্যাটারি ইউনিট অন্তর্ভুক্ত রয়েছে, যা ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। দামের ক্ষেত্রে, Realme Pad 2-এর বেস ৬ জিবি র‍্যাম + ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের দাম ১৯,৯৯৯ টাকা, আর উচ্চতর ৮ জিবি র‍্যাম + ২৫৬ জিবি মডেলটি ২২,৯৯৯ টাকা মূল্যে কেনা যাবে।