WPL 2024 Champion: ১৬ বছরে পারেনি কোহলিরা, দ্বিতীয় বছরেরই করে দেখালো স্মৃতি, প্রথমবার শিরোপা জিতল RCB

দিল্লি ক্যাপিটালসের মতো শক্তিশালী দলকে ৮ উইকেটে হারিয়ে মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমেই জয় পেল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। অন্যদিকে এবারেও শিরোপা জেতা স্বপ্নই থেকেও গেল দিল্লি ক্যাপিটালস মহিলাদের।

আজ প্রথমবারের মতো শিরোপা উঠলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore Women) ক্যাবিনেটে। আরসিবির পুরুষ দলের কাছে শিরোপা জয় এখনো স্বপ্ন হয়ে থাকলেও, মহিলারা তা সম্ভব করে দেখালো। দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals Women) মতো শক্তিশালী দলকে ৮ উইকেটে হারিয়ে মহিলা প্রিমিয়ার লিগের দ্বিতীয় মরশুমেই (WPL 2024) জয় পেল স্মৃতি মান্ধানার (Smriti Mandhana) দল। অন্যদিকে এবারেও শিরোপা জেতা স্বপ্নই থেকেও গেল দিল্লি ক্যাপিটালস মহিলাদের। গত মরশুমের মতো এই মরশুমেও ফাইনালে এসে হারের মুখ দেখতে হল তাদের।

আজ ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্তই নিয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের অধিনায়ক ম্যাগ ল্যানিং (Meg Lanning)। প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে খুব ভালো শুরু করলেও, মাত্র ১১৩ রানে আরসিবির বোলিং লাইনআপের সামনে গুটিয়ে যায় দিল্লি। ওপেনিংয়ে ম্যাগ ল্যানিং ২৩ এবং শেফালি ভর্মা ২৭ বলে ৪৪ রান করলেও, মাত্র ১১৩ রানে সমাপ্ত হয় তাদের ইনিংস। ফাইনালের মতো মঞ্চে ৪ উইকেট নেন শ্রেয়াঙ্কা পাটিল (Shreyanka Patil) এবং সোফি মোলিনেক্সের শিকার ৩ টি উইকেট।

আরসিবি মহিলাদের এই ম্যাচ জিততে হলে স্কোরবোর্ডে তুলতে হতো ২০ ওভারে মাত্র ১১৪ রান। যা তাড়া করতে এসে ৪৯ রানের মূল্যবান পার্টনারশিপ করে আরসিবির ওপেনিং জুটি। মাত্র ২৭ বলে ৩২ রান করেন সোফি ডিভাইন। অন্যদিকে স্মৃতি মান্ধানার ব্যাট থেকেও আসে ৩১ রান। প্রথম দিকেই আরসিবির স্কোরবোর্ডে আসে ভালো রান।

এরপর ক্রিজে আসেন এলিসি পেরি এবং বাংলার মেয়ে রিচা ঘোষ। যাদের জন্য এতটা পথ অতিক্রম করেছে আরসিবি। এই জুটি শেষ পর্যন্ত ৩৩ রানের পার্টনারশিপ করে দলকে জয় এনে দেন। এলিসি পেরির ব্যাট থেকে আসে ৩৫ রান এবং রিচাও ১৭ রানে নটআউট ছিল। এর সাথেই ফাইনাল ম্যাচে দিল্লি ক্যাপিটালস মহিলাদের মতো শক্তিশালী দলকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা নিজেদের নাম করেছে আরসিবি মহিলারা।

দিল্লি ক্যাপিটালস মহিলা বনাম রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মহিলা ফাইনাল ম্যাচের স্কোরকার্ড (Delhi Capitals Women vs Royal Challengers Bangalore Women WPL 2024 Final Match Scorecard):

দিল্লি ক্যাপিটালস মহিলা: ১১৩ (১৮.৩ ওভার)

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মহিলা: ১১৫/২ (১৯.৩ ওভার)

ম্যাচটি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মহিলা ৮ উইকেটে জয়লাভ করেছে।