Toyota Crown: টয়োটার প্রাচীনতম গাড়ি ফিরল আধুনিক অবতারে, দেখলে চোখ ধাঁধিয়ে যাবে

লাক্সারি সেডান গাড়ির দুনিয়ায় একটি কিংবদন্তি নাম Toyota Crown। সেই ১৯৫৫ সাল থেকে ক্রেতাদের মন মজানোর দায়িত্ব পালন করে আসছে এটি। একটু একটু করে ক্রমশই সাফল্যের শিখরে পৌঁছেছে টয়োটার প্রাচীনতম ফ্ল্যাগশিপ গাড়িটি। এ পর্যন্ত মোট ১৫ বার রূপ বদলে বাজারে এসেছে। ফের ১৬ তম প্রজন্ম (2022) হিসেবে Crown-কে আন্তর্জাতিক বাজারে হাজির করতে চলেছে টয়োটা (Toyota)। ইতিমধ্যেই গাড়িটির বিশ্ববাজারের মডেলের উপর থেকে পর্দা সরিয়েছে সংস্থা। চমকের মধ্যে এবারে এটি চারটি ভিন্ন বডি স্টাইলে আসছে। সাথে যুক্ত হচ্ছে টয়োটার চতুর্থ প্রজন্মের হাইব্রিড সিস্টেম – ‘দ্য হাইব্রিড ম্যাক্স’।

2022 Toyota Crown বডি স্টাইল

নতুন Crown চারটি ভিন্ন বডি স্টাইলে আসছে – ক্রাউন ক্রসওভার, ক্রাউন স্পোর্ট (এসইউভি), ক্রাউন এসস্টেট এবং ক্রাউন সেডান। যার মধ্যে সবার প্রথমে ক্রসওভার মডেলটি আত্মপ্রকাশ করবে। আগামী বছর থেকে এর উৎপাদন শুরু হবে। এটি টয়োটার নতুন গ্লোবাল আর্কিটেকচার কে (TNGA-K) প্ল্যাটফর্মের উপর ভিত্তি করে তৈরি হবে। এটি লম্বায় ৪,৯২৭ মিমি ও উচ্চতায় ১,৫২৬ মিমি। ভারতে উপলব্ধ Camry Hybrid-এর তুলনায় Crown দৈর্ঘ্যে ও উচ্চতায় যথাক্রমে ৪২ মিমি ও ৭১ মিমি বেশি। আবার ২৪ মিমি বড় হুইলবেস (২,৮৪৯ মিমি)।

2022 Toyota Crown টুইন হাইব্রিড সিস্টেম

Toyota Crown-এর ষোড়শ অবতারে থাকছে দুটি আলাদা হাইব্রিড প্রযুক্তি। টপ ভ্যারিয়েন্টে থাকছে হাইব্রিড ম্যাক্স টেকনোলজির ২.৪ লিটার টার্বো পেট্রল ইঞ্জিন। যা থেকে ৩৩৫ বিএইচপি শক্তি উৎপন্ন হবে। এতে থাকছে চারটি ড্রাইভিং মোড – নর্মাল, ইকো, স্পোর্ট ও স্পোর্ট+। আবার পেছনের যাত্রীদের অতিরিক্ত আরামের জন্য কমফোর্ট ও একটি কাস্টম মোড উপলব্ধ থাকবে। অন্য মডেলে থাকবে একটি ২.৫ লিটার DOHC ফোর সিলিন্ডার ইঞ্জিন। এটি সিভিটি অটোমেটিক গিয়ারবক্স এবং নর্মাল, ইকো ও স্পোর্ট মোড সহ আসবে। দুটি ভেরিয়েন্টেই থাকছে অল হুইল ড্রাইভ সিস্টেম।

2022 Toyota Crown কেবিন

Crown-এর আপকামিং মডেলে কমফোর্টের বিষয়ে কোনোরকম খামতি রাখতে চায়নি টয়োটা। ফ্লেক্সিপ মডেলটিতে থাকছে ৮-ওয়ে পাওয়ার অ্যাডজাস্টেবল ড্রাইভার এবং ফ্রন্ট প্যাসেঞ্জার সিট। এগুলি ভেন্টিলেটেড ফিচার যুক্ত। স্ট্যান্ডার্ড মডেলে একটি ১২.৩ ইঞ্চি ইমপোর্ট এন্ড সিস্টেম এবং একটি ১২.৩ ইঞ্চি অল ডিজিটাল ড্রাইভার ইন্সট্রুমেন্ট ক্লাস্টার চোখে পড়বে। এছাড়া থাকছে ৬-স্পিকার সিস্টেম এবং টপ ভ্যারিয়েন্টে ৮-চ্যানেল অ্যামপ্লিফায়ার যুক্ত ১১-স্পিকার জেবিএল মিউজিক সিস্টেম।

2022 Toyota Crown অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম

2022 Toyota Crown-এর উল্লেখযোগ্য সুরক্ষা জনিত ফিচারের মধ্যে অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্ট্যান্ট সিস্টেম বা ADAS লক্ষ্য করা যাবে। এছাড়া থাকছে পেডেস্ট্রিয়ান ডিটেকশন সহ প্রি-কলিশন সিস্টেম, রাস্তা আরো ভালোভাবে চিনে চলার জন্য থাকবে ডায়নামিক র‍্যাডার ক্রুজ কন্ট্রোল এবং অটোমেটিক হাই বিম। এছাড়া ব্লাইন্ড স্পট মনিটর, রিয়ার ক্রস ট্রাফিক অ্যালার্ট এবং হিল স্টার্ট অ্যাসিস্ট কন্ট্রোল সহ আসবে গাড়িটি।