Xiaomi 14-এর অফিশিয়াল ডিজাইন প্রকাশ হল, ক্যামেরায় বড় চমক, লঞ্চ 26 অক্টোবর

অপেক্ষার অবসান ঘটিয়ে Xiaomi 14 সিরিজ আগামী ২৬ অক্টোবর লঞ্চ হতে চলেছে। গতকালই এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে সংস্থা। আর তারপর থেকেই এই ফ্ল্যাগশিপ ফোনগুলির বিভিন্ন প্রোমোশনাল টিজার প্রকাশ্যে আসতে শুরু করেছে। এবার স্ট্যান্ডার্ড Xiaomi 14 মডেলটির ডিজাইন প্রকাশ্যে এসেছে। সাদা রঙের ব্যাক প্যানেলের সাথে হ্যান্ডসেটটির রেন্ডার প্রকাশ হয়েছে। একইসাথে, শাওমির সিইও ডিজাইন সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্যও শেয়ার করেছেন। এমনকি তিনি একটি ক্যামেরা ফিচারও প্রকাশ করেছেন। আসুন তাহলে Xiaomi 14 ফোনটি সম্পর্কে কি কি তথ্য উঠে এসেছে জেনে নেওয়া যাক।

Xiaomi 14 ফ্ল্যাট ফ্রেম ডিজাইন সহ Xiaomi 13 Pro মডেলের মতো টেলিফটো ক্যামেরা অফার করতে চলেছে

ওয়েইবো (চীনা মাইক্রোব্লগিং সাইট)-তে শাওমির পোস্ট করা রেন্ডার অনুযায়ী, শাওমি ১৪-এ ফ্ল্যাট ফ্রেম ডিজাইনই বজায় থাকবে। ফোনর সামনের দিকে পাঞ্চ-হোল কাটআউট সহ ৬.৩৬ ইঞ্চির ডিসপ্লে থাকবে, যার চারদিকে স্লিম বেজেল দেখা যাবে। শাওমি ১৪-এর পিছনে তিনটি ক্যামেরা সেন্সর এবং একটি এলইডি ফ্ল্যাশলাইট দ্বারা গঠিত নতুন ডাবল-স্টেপ বর্গাকার আইল্যান্ড অবস্থান করবে।

শাওমির চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) লেই জুন বলেছেন যে, ডিভাইসের ওপরের অংশটিতে কোনও হোল নেই (আইফোনের মতো)। কোম্পানির ইঞ্জিনিয়ারিং টিম ক্যামেরা আইল্যান্ডে ইনফ্রারেড সেন্সর লুকিয়ে স্পিকারের ওপেনিংকে মাইক্রো-স্লিট ডিজাইনে পরিবর্তন করে এবং ইয়ারপিস এরিয়ার ভিতরে সেকেন্ডারি মাইক্রোফোন যুক্ত করে এটি সম্পন্ন করতে সক্ষম হয়েছে।

এছাড়াও, তিনি জানিয়েছেন যে, Xiaomi 14-এ Xiaomi 13 Pro-এর মতো একটি ৭৫ মিলিমিটার ফ্লোটিং টেলিফটো ক্যামেরা উপস্থিত থাকবে৷ এই ক্যামেরাটি ৩.২x অপটিক্যাল জুম পার্সপেক্টিভ (পোর্ট্রেটের জন্য আদর্শ) এবং ম্যাক্রো শটের জন্য ১০ সেন্টিমিটার ক্লোজ ফোকাস সাপোর্ট অফার করবে।

উল্লেখ্য, বিভিন্ন রিপোর্টে ইতিমধ্যেই উল্লেখ করা হয়েছে যে Xiaomi 14 ফোনটি Qualcomm Snapdragon 8 Gen 3 চিপসেট, LPDDR5x RAM, UFS 4.0 স্টোরেজ, ১২০ হার্টজ রিফ্রেশ রেট সমৃদ্ধ ১২-বিট ১.৫কে ওলেড (OLED) ডিসপ্লে, ডুয়েল স্টেরিও স্পিকার, আইপি৬৮ (IP68) রেটিং প্রাপ্ত চ্যাসিস, ৯০ ওয়াট ওয়্যার্ড ফাস্ট চার্জিং, ৫০ ওয়াট ওয়্যারলেস চার্জিং এবং ১০ ওয়াট রিভার্স ওয়্যারলেস চার্জিং সাপোর্ট সহ ৪,৬০০ এমএএইচ ব্যাটারির সাথে আসবে।