লঞ্চের আগেই Samsung Galaxy Tab S6 Lite (2024) এর দাম ফাঁস, কিনতে কত খরচ হবে

Avatar

Published on:

Samsung Galaxy Tab S6 Lite (2024) Price Leaked Europe

Samsung Galaxy Tab S6 Lite (2024) শীঘ্রই বাজারে আসতে চলেছে। ইতিমধ্যেই এটি একাধিক সার্টিফিকেশন সাইট থেকে ছাড়পত্র পেয়েছে। তবে স্যামসাং এখনও এই ট্যাব সম্পর্কে কিছু জানায়নি। কিন্তু Appuals নামক একটি ওয়েবসাইট Samsung Galaxy Tab S6 Lite (2024) এর দাম সামনে এনেছে।

Samsung Galaxy Tab S6 Lite (2024) এর মূল্য

রিপোর্টে বলা হয়েছে, স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৬ লাইট (২০২৪) পূর্বসূরীর মতো সিফন পিঙ্ক ও অক্সফোর্ড গ্রে কালারে পাওয়া যাবে। পাশাপাশি এটি লাইট গ্রীন কালারেও কেনা যাবে। আর এই ট্যাবলেট ওয়াই-ফাই ও এলটিই কানেক্টিভিটি সহ আসবে।

আর স্যামসাং গ্যালাক্সি ট্যাব এস৬ লাইট (২০২৪) এর ওয়াই-ফাই ভ্যারিয়েন্টের ৪ জিবি ও ৬৪ জিবি স্টোরেজ অপশনের দাম ৪২৯ ইউরো (প্রায় ৩৮,৫০০ টাকা) রাখা হবে। আবার ৪ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট কিনতে খরচ হবে ৪৮৯ ইউরো (প্রায় ৪৩,৯০০ টাকা)।

এদিকে রিপোর্টে আরও বলা হয়েছে যে, এলটিই কানেক্টিভিটি যুক্ত Samsung Galaxy Tab S6 Lite (2024) এর ৪ জিবি র‌্যাম + ৬৪ জিবি এবং ৪ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম থাকবে যথাক্রমে ৪৫৯ ইউরো (প্রায় ৪১,২০০ টাকা) ৫১৯ ইউরো (প্রায় ৪৬,৬০০ টাকা)।

স্পেসিফিকেশনের কথা বললে, Samsung Galaxy Tab S6 Lite (2024)-এ ১০.৪ ইঞ্চি ডিসপ্লে দেওয়া হবে। এটি এক্সিনস ১২৮০ প্রসেসর দ্বারা চালিত হবে। আর ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ওয়ান ইউআই ৬ কাস্টম স্কিনে চলবে। আবার পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬,৮৪০ এমএএইচ ব্যাটারি দেওয়া হবে, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।

সঙ্গে থাকুন ➥