এক ফোনেই অত্যাধুনিক ডুয়াল ডিসপ্লে, Tecno ও TCL এর যৌথ উদ্যোগ চমকে দেবে আপনাকে

টেকনো (Tecno) তারা আগামী সপ্তাহে বার্সেলোনায় আয়োজিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস ২০২৩ (MWC 2023) প্রযুক্তি সম্মেলনে একটি আকর্ষণীয় স্মার্টফোন প্রদর্শন করবে। যা হবে ব্র্যান্ডটির প্রথম ফোল্ডেবল ফোন Tecno Phantom V Fold। এবার সংস্থাটির তরফ থেকে জানানো হয়েছে, ফোল্ডিং ফোনটির অত্যাধুনিক ফ্ল্যাগশিপ ডুয়াল স্ক্রিন টিসিএল সিএসওটি (TCL CSOT)-এর সহযোগিতায় তৈরি করা হয়েছে। এই ডিসপ্লেটি দুই সংস্থার যৌথ পরীক্ষাগারে নির্মিত হয়েছে।

Tecno এবং TCL CSOT-এর যৌথ উদ্যোগে Phantom V Fold-এর বিশেষ ডিসপ্লে

টেকনো এবং টিসিএল সিএসওটি তাদের দীর্ঘস্থায়ী পার্টনারশিপকে শক্তিশালী করতে গত বছর জুলাই মাসে যৌথ ভাবে একটি ল্যাব তৈরি করে। ল্যাবটির লক্ষ্য উদ্ভাবন চালিয়ে যাওয়া এবং গ্রাহকের চাহিদা পূরণ করা, কারণ উভয় ব্র্যান্ডই গবেষণা এবং উন্নয়নকে বিশেষ গুরুত্ব দেয়। ফ্যান্টম ভি ফোল্ড-এর নতুন ফ্ল্যাগশিপ ডিসপ্লে এই যৌথ উদ্যোগের ফসল এবং এটি ফোল্ড এবং আনফোল্ড করা বিগ-স্ক্রিন সেটআপে একটি অসামান্য ভিজ্যুয়াল অভিজ্ঞতা প্রদান করবে দাবি করা হয়েছে।

টেকনো আরও জানিয়েছে যে, আসন্ন ফ্যান্টম ভি ফোল্ড-এ ১২০ হার্টজ পর্যন্ত রিফ্রেশ রেট সহ লো-টেম্পারেচার পলি ক্রিস্টালাইন অক্সাইড (LTPO) ডুয়েল স্ক্রিন ব্যবহার করা হয়েছে। এছাড়াও, ডিসপ্লেটি দৃশ্যত “আল্ট্রা-ফ্ল্যাট” ফোল্ড হবে এবং “নিমগ্ন এবং উল্লেখযোগ্য বিগ-স্ক্রিন ভিজ্যুয়াল প্রদানের জন্য কার্যত ক্রিজ-মুক্ত সারফেস” অফার করবে।

এছাড়াও, টেকনো ঘোষণা করেছে, Phantom V Fold-এর উত্তরসূরিটিও ইতিমধ্যেই বিকাশের পর্যায়ে রয়েছে এবং এটিতে আরও ভাল প্রদর্শন ক্ষমতা থাকবে। টেকনোর নিজস্ব প্যাটার্ন ২.০ ক্রিজ অপ্টিমাইজেশান প্রযুক্তির সাথে পরবর্তী প্রজন্মের ফোল্ডেবলটি ২০২৪ সালের মধ্যে লঞ্চ হবে, যার ডিসপ্লেতে ক্রিজ প্রায় দেখাই যাবে না বলে মনে করা হচ্ছে। এই ফোনের লেয়ারিং প্রায় ২০% স্লিম হবে বলে জানা গেছে এবং এটি ডিসপ্লেকে আরও উন্নত করতে টিসিএল সিএসওটি-এর পিএলপি (PLP) প্রযুক্তি ব্যবহার করবে।

টেকনো এবং টিসিএল সিএসওটি-এর যৌথ প্রচেষ্টায় আরেকটি আকর্ষণীয় বড় স্ক্রিন মোবাইলের ওপর কাজ চলছে। যা একটি প্রসারিত এবং প্রত্যাহারযোগ্য স্ক্রিন সহ একটি রোলেবল স্মার্টফোন হবে। কোম্পানি এই ডিভাইসে একটি মোটর ব্যবহার করার পরিকল্পনা করছে, যা স্ক্রিনটি রোল আউট করতে পারে এবং এটিকে ভাঁজ করার প্রয়োজন ছাড়াই আকারে বড় করে তুলতে পারে। অর্থাৎ, এই প্রযুক্তির জন্য স্ক্রিনে কোনও ক্রিজ থাকবে না এবং এটি সম্পূর্ণ ফ্ল্যাট হবে।