গণেশ চতুর্থী উপলক্ষ্যে দুর্ধর্ষ অফার আনল Vivo, এই সব স্মার্টফোনে 8,500 টাকা ছাড়

বিশেষ বিশেষ উৎসব এলেই দেখা যায়, বিভিন্ন স্মার্টফোন নির্মাতা ব্র্যান্ড সেলের আয়োজন করে অথবা ডিসকাউন্টের সাথে প্রোডাক্ট বিক্রি করে থাকে। যেমন Vivo ঘোষণা করেছে যে, গণেশ চতুর্থী উপলক্ষে নির্বাচিত কয়েকটি স্মার্টফোনে ক্যাশব্যাক অফার দেওয়া হবে। এই তালিকায় – Vivo Y56, Vivo V29e, Vivo X90 5G এবং Vivo X90 Pro 5G এই চারটি মডেল সামিল রয়েছে। উল্লেখিত প্রত্যেকটি হ্যান্ডসেটকে এখন ৮,৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক সহ কেনা যাবে। এবং মডেল ভেদে ক্যাশব্যাকের অঙ্ক আলাদা হবে। জানিয়ে রাখি, এই অফার আগামী ৩০শে সেপ্টেম্বর পর্যন্তই কার্যকর থাকবে।

Vivo Y56 : ভিভো ওয়াই৫৬ স্মার্টফোনকে গত ফেব্রুয়ারি মাসে ১৯,৯৯৯ টাকায় লঞ্চ করা হয়েছিল। এই ফোনে রয়েছে ৬০ হার্টজ রিফ্রেশ রেটের ৬.৫৮-ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল। এই ডিসপ্লের ডিজাইন ওয়াটারড্রপ-নচ স্টাইলের, যার কাটআউটের মধ্যে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা অবস্থিত। ডিভাইসের পিছনে ডুয়েল ক্যামেরা সেটআপ রয়েছে – ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা। ফোনটি মালি জি৫২ জিপিইউ এবং মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০০ প্রসেসর সহ এসেছে। আবার অপারেটিং সিস্টেম হিসাবে অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ কাস্টম স্কিন পাওয়া যাবে। ১৮ ওয়াট ফাস্ট চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সিকিউরিটি ফিচার হিসাবে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার মিলবে।

Vivo V29e : আগস্ট মাসে আত্মপ্রকাশ করা ভিভো ভি২৯ই স্মার্টফোনের দাম ২৬,৯৯৯ টাকা থেকে শুরু হচ্ছে। এই স্মার্টফোনে ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস (২৪০০x১০৮০ পিক্সেল) কার্ভড ১০-বিট AMOLED ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ১৩০০ পিক ব্রাইটনেস লেভেল সাপোর্ট করে। ভালো পারফরম্যান্স প্রদানের জন্য এতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর ব্যবহার করা হয়েছে। এটি অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচ ওএস ১৩ কাস্টম স্কিনে রান করে। ফোনের পেছনে ডুয়াল ক্যামেরা সেটআপ বর্তমান – OIS সহ ৬৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং ৮ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আর সামনে ৫০ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা আছে। পাওয়ার ব্যাকআপের জন্য ভিভোর এই হ্যান্ডসেটে ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি রয়েছে, যা ৪৪ ওয়াট ওয়্যারড চার্জিং রিপোর্ট করে।

Vivo X90 Series : ভিভো এক্স৯০ সিরিজের অধীনে মোট দুটি মডেল এসেছে, যথা – ভিভো এক্স৯০ ৫জি (Vivo X90 5G) এবং ভিভো এক্স৯০ প্রো ৫জি (Vivo X90 Pro 5G)। দাম যথাক্রমে ৫৯,৯৯৯ টাকা এবং ৮৪,৯৯৯ টাকা। দু’টি ফোনেই ৬.৭৮-ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে দেওয়া হয়েছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে। উভয় স্মার্টফোনই মিডিয়াটেক ডাইমেনসিটি ৯২০০ প্রসেসর সহ এসেছে এবং অ্যান্ড্রয়েড ১৩ ভিত্তিক ফানটাচও এস ১৩ কাস্টম স্কিন চালিত। সিকিউরিটি ফিচার হিসাবে ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর বিদ্যমান। দুটি ফোনই ১২০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে।

ভিভো এক্স৯০ ৫জি ৫০ মেগাপিক্সেল Sony IMX866 প্রাইমারি সেন্সর, ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড লেন্স এবং ১২ মেগাপিক্সেল পোর্ট্রেট ক্যামেরা পেয়েছে৷ অন্যদিকে, ভিভো এক্স৯০ প্রো মডেলটি এসেছে ৫০ মেগাপিক্সেল Sony IMX989 প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল পোর্ট্রেট লেন্স এবং ১২ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড ক্যামেরা সেটআপের সাথে। উভয় মডেলে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। সিরিজের বেস মডেলটি IP54 রেটিং প্রাপ্ত এবং টপ-এন্ড ভ্যারিয়েন্ট IP68 সার্টিফাইড৷