আর আসবে না Mi সিরিজের প্রোডাক্ট! Redmi কে সামনে রেখে গ্রাহকদের বার্তা Xiaomi-র

সম্প্রতি Mix 4 ফোনের লঞ্চের পর থেকেই চর্চা চলছে যে চীনা টেক জায়ান্ট Xiaomi (শাওমি) তার সুপরিচিত ‘Mi’ ব্র্যান্ডিং বন্ধ করে দিচ্ছে। আসলে দীর্ঘদিন ধরে ফোনটি Mi Mix 4 নামে অভিহিত হলেও, মুক্তির পর দেখা গেছে এটির নামের আগে বা পরে কোথাও ‘Mi’ শব্দটির উল্লেখ নেই। ফলে বিষয়টি চোখে পড়া মাত্রই মোবাইল দুনিয়া নড়েচড়ে বসেছে; ইতিমধ্যে প্রকাশিত হয়েছে একাধিক রিপোর্টও। যদিও কেবলমাত্র ফোনগুলির ক্ষেত্রে শাওমি এই সিদ্ধান্ত নেবে, নাকি ‘Mi’ পোর্টফোলিওতে থাকা সমস্ত প্রোডাক্টই এই পরিবর্তনের শিকার হবে – তা পরিষ্কারভাবে জানা যায়নি। সেক্ষেত্রে সমস্ত জল্পনা-কল্পনা ছাড়িয়ে, এবার কোম্পানি নিজেই একটি বিবৃতি জারি করে এই ব্যাপারে স্পষ্টতা দিয়েছে। রিপোর্ট অনুযায়ী, শাওমির মুখপাত্র জানিয়েছেন যে এই ত্রৈমাসিক থেকে সংস্থার ‘Mi’ প্রোডাক্টগুলি ‘Xiaomi’ নামেই আসবে।

বাজারে দেখা যাবে না ‘Mi’ নামক ফোন বা অন্যান্য প্রোডাক্ট

শাওমির মুখপাত্রের মতে, চলতি বছরের তৃতীয় প্রান্তিক থেকে অর্থাৎ জুলাই মাস থেকে শাওমির প্রোডাক্ট সিরিজের নাম ‘Mi’ থেকে বদলে শুধু ‘Xiaomi’ রাখা হবে। এই পরিবর্তনের জেরে জনসাধারণের মনে শাওমি ব্র্যান্ডের ভাবমূর্তি এবং তার পণ্যের সম্পর্কে ধারণা বদল হবে বলেই সংস্থাটি আশা করা হচ্ছে। সেক্ষেত্রে এই নাম বদল কার্যকরী হওয়ার পর সারা বিশ্বে যে শাওমির ব্র্যান্ডের সাধারণ পরিচয় আরো দৃঢ় হবে তাতে সন্দেহ নেই। কিন্তু সমস্ত বাজার জুড়ে এই পরিবর্তন কার্যকর হতে (বিশেষ করে ইউজারদের কাছে বিষয়টি মেনে নিতে) কিছু সময় লাগতে পারে।

কোম্পানি আরও বলেছে যে নতুন ব্র্যান্ড আইডেন্টিটি চালু হলেও বাজারে আগের মতই দুটি প্রোডাক্ট সিরিজের অধীনে ডিভাইসগুলি লঞ্চ হবে। সেক্ষেত্রে শাওমি পণ্যগুলি (পড়ুন Mi প্রোডাক্টগুলি) নতুন এবং উদ্ভাবনী প্রযুক্তির সাথে চালু হবে এবং প্রিমিয়াম অভিজ্ঞতা প্রদান করবে। অন্যদিকে, Redmi রেঞ্জে সাশ্রয়ী মূল্যে নানা উদ্ভাবন করা হবে।

উল্লেখ্য, আজ থেকে প্রায় ১০ বছর আগে ‘Mi’ ব্র্যান্ড চালু করে শাওমি। এই সাব-ব্র্যান্ডের অধীনে তারা এতদিন ফোন ছাড়াও টিভি, ল্যাপটপ, ইয়ারফোন, স্মার্টওয়াচ ইত্যাদি নানা প্রোডাক্ট, আনুষাঙ্গিক বা গ্যাজেট চালু করেছে। তাই Mi ভক্তদের সংস্থার এই হঠাৎ সিদ্ধান্ত হজম করা যে সহজ হবে না, এমনটা জোর দিয়েই বলা যায়।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন