Samsung Galaxy S22 সিরিজে মিলছে বাম্পার অফার, আপগ্রেড বোনাসসহ সস্তায় ডিভাইস কেনার সুযোগ

মাস দুয়েক আগে Samsung (স্যামসাং) তাদের Galaxy S22 (গ্যালাক্সি এস২২) ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজটির ওপর থেকে পর্দা সরিয়েছে। গত ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ‘Galaxy Unpacked 2022’ লঞ্চ ইভেন্টে Samsung Galaxy S22, Galaxy S22+ এবং Galaxy S22 Ultra – এই তিনটি ফোন আত্মপ্রকাশ করেছে। ভারতে এই ফোনগুলি কয়েকদিন পরে আসলেও ইউজারদের মধ্যে এই হ্যান্ডসেটগুলি কেনার চাহিদা প্রবলভাবে পরিলক্ষিত হচ্ছে। প্রি-বুকিং থেকে শুরু করে কেনাকাটা – প্রতিটি ক্ষেত্রেই একের পর এক রেকর্ড গড়ে চলেছে Samsung-এর এই নবাগত সিরিজ।

তাই গ্রাহকদের মধ্যে কেনাকাটার আগ্রহ আরও ব্যাপকভাবে বাড়িয়ে তুলতে এবার সংস্থা তাদের লেটেস্ট Galaxy S22 ফ্ল্যাগশিপ স্মার্টফোন সিরিজে বেশ কয়েকটি আকর্ষণীয় অফারের কথা ঘোষণা করল। চলুন, অফারগুলির ওপর একনজরে চোখ বুলিয়ে নেওয়া যাক।

আপনাদেরকে জানিয়ে রাখি, স্যামসাং গ্যালাক্সি এস২২ হল এই সিরিজের মধ্যে আকারের দিক থেকে সবচেয়ে ছোটো এবং সস্তা স্মার্টফোন। ফলে ভারতীয় গ্রাহকদের মধ্যে এই সেটটির ব্যাপক চাহিদা রয়েছে। আর এই চাহিদাকে আরও বিপুল পরিমাণে বাড়িয়ে তুলতে স্যামসাং সম্প্রতি এই দুর্দান্ত ফোনটি কেনার ক্ষেত্রে একটি আকর্ষণীয় অফারের প্রতিশ্রুতি দিয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২২-এর গ্রাহকরা ২৬,৯৯৯ টাকা দামের Galaxy Watch 4 মাত্র ২,৯৯৯ টাকায় কেনার সুযোগ পাবেন। নিঃসন্দেহে এই অফারটি গ্রাহকদের জন্য কোনো বড়ো উপহারের চেয়ে কিছু কম নয়। আবার, গ্যালাক্সি এস২২+ এবং গ্যালাক্সি এস২২ কিনতে আগ্রহী গ্রাহকরা ১১,৯৯৯ টাকার Galaxy Buds 2 মাত্র ২,৯৯৯ টাকায় কিনে নিতে পারবেন।

উপরন্তু, গ্যালাক্সি নোট সিরিজের গ্রাহকরা ১২,০০০ টাকার আপগ্রেড বোনাস পাবেন এবং গ্যালাক্সি এস সিরিজ, গ্যালাক্সি জেড ফোল্ড সিরিজ, এবং গ্যালাক্সি জেড ফ্লিপ সিরিজের গ্রাহকরা ৮,০০০ টাকার আপগ্রেড বোনাস পাবেন। এছাড়া, অন্যান্য ডিভাইস হোল্ডাররা আপগ্রেড বোনাস হিসেবে ৫,০০০ টাকা পাবেন।

আবার, যে সকল গ্রাহকরা Samsung Finance+ বা HDFC Bank-এর ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে এই ডিভাইসগুলি কেনার প্ল্যান করছেন, তারা ৫,০০০ টাকা ক্যাশব্যাক পেতে সক্ষম হবেন। তাই আকর্ষণীয় অফারে এই ঝাঁ-চকচকে লেটেস্ট ডিভাইসগুলিকে ঘরে আনতে চাইলে আর দেরি করবেন না, এখনই এগুলি কেনার জন্য প্রস্তুতি নিয়ে ফেলুন।