IPL 2024 KKR: প্রথম ম্যাচের আগেই অবাক কান্ড, বড় দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন নিতীশ রানা

Avatar

Published on:

Nitish Rana don't want to take captaincy again as kkr need shreyas iyer IPL 2024

আজ ইডেন গার্ডেন্সে নিজেদের ঘরের মাঠে আইপিএল ২০২৪ (IPL 2024) এর প্রথম ম্যাচ খেলতে নামবে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। গৌতম গম্ভীর এবং শ্রেয়াস আইয়ারের (Shreyas Iyer) প্রত্যাবর্তনে এবার বড় কিছু করার স্বপ্ন দেখছে নাইটরা। দলের প্রতিটি প্লেয়ারদের মধ্যে সেই আত্মবিশ্বাস চোখে পড়ছে। কিন্তু এবার হঠাৎ করেই বড় দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নিলেন নিতীশ রানা (Nitish Rana)।

গত বছর পিঠের চোটের কারণে আইপিএলে একটি ম্যাচেও অংশগ্রহণ করতে পারেননি শ্রেয়াস। তার পরিবর্তে দলের নেতৃত্বের দায়িত্ব এসে পড়ে রানার উপরে। দলকে প্লে অফে তুলতে না পারলেও প্রথম বছরই নিজের অধিনায়কত্ব দিয়ে সকলের নজর কেড়েছিলেন তিনি। এবছরও কিছুদিন আগেও আবার শ্রেয়াসের চোট নিয়ে জল্পনা সামনে আসে।

আশঙ্কা ছিল আবার হয়তো আইপিএলের কিছু ম্যাচ মিস করবেন আইয়ার এবং তার অনুপস্থিতিতে আবার দলকে সামলাতে হবে নিতীশ রানাকে। তবে এই বিষয়ে এবার নিজেই মতামত জানালেন কেকেআর সহ অধিনায়ক।

রানা একটি ইন্টারভিউতে বলেন – “আমি আশা করি আগের বছরের মত আবার আমাকে অধিনায়কত্বের দায়িত্ব নিতে হবে না। আমাদের দলের জন্য শ্রেয়াসের পুরো টুর্নামেন্ট ফিট এবং উপলব্ধ থাকা খুব জরুরী।”

অন্যদিকে শ্রেয়াস নিজের ফিটনেস সম্পর্কে বলেন-” প্রথম ম্যাচের জন্য আমার প্রস্তুতি খুব ভালো। আমি বর্তমানে সবচেয়ে ভালো পরিস্থিতিতে রয়েছি। ইডেন গার্ডেন্সের মাঠে অধিনায়ক হয়ে নামতে পারব এটা ভেবে আমি অনেক খুশি”

সঙ্গে থাকুন ➥