MI vs CSK: ব্যর্থ গেল রোহিতের শতরান, ২০ রানে মুম্বাইকে হারিয়ে এল ক্লাসিকোতে বাজিমাত CSK-এর

Avatar

Published on:

Chennai Super Kings beat Mumbai Indians by 20 runs despite rohit sharma Century ipl 2024

আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইপিএল ২০২৪ (IPL 2024) এর এল ক্লাসিকোতে মুখোমুখি হয় মুম্বাই ইন্ডিয়ান্স এবং চেন্নাই সুপার কিংস (Mumbai Indians vs Chennai Super Kings) । এই‌ ম্যাচ নিয়ে আগে থেকেই উত্তেজনার পারদ ছিল আকাশছোঁয়া। আর আজ ভক্তদের সেরকমই একটি ম্যাচ উপহার দিল দুটি দল। টসে জিতে প্রথম বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিল হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)।

প্রথম ব্যাট করতে নেমে চেন্নাইয়ের শুরুটা খুব ভালো না হলেও পরে‌ এসে দলের হাল ধরেন ঋতুরাজ গায়কোয়াড এবং শিবম দুবে। দুজনে মিলে তৃতীয় উইকেটে দুরন্ত গতিতে ৯০ রানের পার্টনারশিপ করে। ইনিংসের শেষ ওভারে উইকেটের পতন ঘটলে ওয়াংখেড়ে স্টেডিয়াম সাক্ষী থাকে ধোনির (MS Dhoni ) ফিনিশিং মাস্টারক্লাসের।

শেষ ওভারে বল করতে আসা হার্দিক পান্ডিয়াকে পরপর তিনটি বলে তিনটি ছক্কা মারেন মাহি। ইনিংসের শেষ বলেও ছক্কা মারার চেষ্টা করলে মাত্র ২ রান নিতেই সক্ষম হন তিনি। তার ৪ বলে ২০ রানের ক্যামিওর দৌলতে ২০৬ রানের বড় স্কোরে পৌঁছায় সিএসকে।

২০৭ রানের বিরাট লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই আক্রমণ শুরু করেন‌ রোহিত শর্মা (Rohit Sharma) এবং ঈশান কিষান। প্রথম উইকেটেরর পার্টনারশিপে এই জুটি ৭০ রান করে। তবে পাথিরানার একই ওভারে আউট হয়ে ফিরে যান ঈশান কিষান এবং সূর্যকুমার যাদব। ফলে আরো একবার ম্যাচের মোড় ঘুরে যায় চেন্নাইয়ের দিকে।

তবে এখান থেকে তিলক বর্মার সাথে জুটি বেঁধে বড় ইনিংস খেলার দিকে এগিয়ে চলেন রোহিত শর্মা। তবে আবার ভুল সময়ে টানা দুটি উইকেট হারিয়ে চাপের মুখে পড়ে মুম্বাই। শার্দুল ঠাকুর এবং তুষার দেশপান্ডের দুটি ভালো ওভারে ম্যাচ ঘুড়ে যায় চেন্নাইয়ের দিকে। রোহিত শর্মা ক্রিজে থাকলেও সেভাবে ব্যাটে বলে করতে পারেননি। শেষ ওভারে জয়ের জন্য রোহিতদের প্রয়োজন ছিল ৩৪ রানের। এই ওভারে নিজের শতরান পূরণ করলেও ম্যাচ অনেকটাই হাতের বাইরে বেরিয়ে গেছিলো মুম্বাইয়ের। একদিকে ৬১ বলে শতরান করেন রোহিত অন্যদিকে ২০ রানে ম্যাচ জিতে নেয় চেন্নাই।

মুম্বাই ইন্ডিয়ান্স বনাম চেন্নাই সুপার কিংস স্কোরকার্ড (Mumbai Indians vs Chennai Super Kings Scorecard)

চেন্নাই সুপার কিংস – ২০৬/৪
রুতুরাজ গায়কোয়াড – ৬৯(৪০)

মুম্বাই ইন্ডিয়ান্স – ১৮৬/৬
রোহিত শর্মা – ১০৫(৬৩)*

২০ রানে জয়ী চেন্নাই সুপার কিংস।

সঙ্গে থাকুন ➥