৬ জিবি র‌্যামের ‘সবচেয়ে সস্তা’ ফোন হবে Poco M2, থাকবে ৫০০০ mAh

Poco M2 আগামী ৮ সেপ্টেম্বর দুপুর ১২ টায় ভারতে লঞ্চ হবে। এই ফোনের এক্সক্লুসিভ সেল শুরু হবে Flipkart থেকে। লঞ্চের আগে প্রতিদিন কোম্পানি এই ফোনের নতুন নতুন ফিচার সামনে আনছে। গত পরশু Poco India এর তরফে জানানো হয়েছিল এই ফোনে এইচডি প্লাস ডিসপ্লে ও ৬ জিবি র‌্যাম থাকবে। এই ফোনটি ৬ জিবি র‌্যামের ‘সবচেয়ে সস্তা’ ফোন হবে। 

আজ ফের কোম্পানির তরফে ১৮ সেকেন্ডের নতুন একটি টিজার ভিডিও পোস্ট করে জানানো হয়েছে, Poco M2 ফোনে ৫,০০০ এমএএইচ ব্যাটারি থাকবে। অর্থাৎ বর্তমান দিনের প্রায় সমস্ত ফোনের মতই পোকো -র নতুন ফোনে শক্তিশালী ব্যাটারি থাকবে। আশা করা যায় কোম্পানি এখানে ফাস্ট চার্জিং প্রযুক্তি ও দেবে। যদিও এবিষয়ে পোকো এখনও কিছু নিশ্চিত করেনি।

Poco M2 এর সম্ভাব্য স্পেসিফিকেশন:

পোকো এম ২ ফোনে মাল্টি টাস্কিং ফিচার থাকবে। এতে ৬.৬৭ ইঞ্চি ফুল এইচডি প্লাস ডিসপ্লে দেওয়া হতে পারে। ফোনের ডিসপ্লেতে হাই রেজুলেশন ভিডিও সাপোর্ট করবে। এই ডিসপ্লের পিক্সেল রেজুলেশন থাকতে পারে ১৯২০ × ১০৮০। ফোনটি স্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসরের সাথে আসতে পারে। আবার LED ফ্ল্যাশের সাথে এতে থাকতে পারে কোয়াড রিয়ার ক্যামেরা।

ফ্লিপকার্টের টিজার পেজ অনুযায়ী, এই ফোনের মাধ্যমে অসাধারণ ছবি ক্যাপচার করা যাবে। আবার এই ফোনটি ওয়াটারড্রপ নচ ডিসপ্লের সাথে আসবে। ফ্লিপকার্টের তরফে বলা হয়েছে, আগামীকাল এই ফোন সম্পর্কে আরও তথ্য সামনে আনা হবে।