ঘড়ি দিয়েই কল হবে, সস্তা Noise HRX Sprint স্মার্টওয়াচ একাধিক স্পোর্টস মোড সহ ভারতে লঞ্চ হল

Avatar

Published on:

Noise HRX Sprint launched India

ফ্যাশন এবং অ্যাক্সেসরিজ কোম্পানি HRX-র সাথে গাঁটছড়া বেঁধে দেশীয় সংস্থা Noise বাজারে আনলো নতুন একটি স্মার্টওয়াচ, যার নাম Noise HRX Sprint। ব্লুটুথ কলিং ফিচার সাপোর্ট সহ এই ঘড়িটিতে রয়েছে একাধিক স্পোর্টস মোড এবং হেলথ ফিচার। সেই সঙ্গে এতে পাওয়া যাবে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট। সংস্থাটি দাবি করেছে, একবার চার্জে ঘড়িটি ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে পারবে। চলুন দেখে নেওয়া যাক নতুন Noise HRX Sprint স্মার্টওয়াচের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Noise HRX Sprint-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Noise HRX Sprint স্মার্টওয়াচের দাম ধার্য করা হয়েছে ১,৯৯৯ টাকা। এটি জেড ব্ল্যাক, ভিন্টেজ ব্রাউন, অ্যাক্টিভ ব্ল্যাক, অ্যাক্টিভ ব্লু এবং অ্যাক্টিভ গ্রে কালার অপশনে এসেছে। ব্র্যান্ডের নিজস্ব ওয়েবসাইটের পাশাপাশি ই-কমার্স সাইট অ্যামাজন থেকে কিনতে পাওয়া যাবে ঘড়িটি। প্রসঙ্গত উল্লেখ্য আগামী ৬ এপ্রিল থেকে শুরু হবে এর বিক্রি।

Noise HRX Sprint-এর স্পেসিফিকেশন ও ফিচার

নবাগত Noise HRX Sprint স্মার্টওয়াচটি বর্গাকার ডায়াল ও মেটালিক বডির সাথে এসেছে। এর ডিসপ্লের পরিমাপ ১.৯১ ইঞ্চি এবং এর চারপাশে রয়েছে সরু বেজেল। শুধু তাই নয়, এর ডিসপ্লের ডান ধারে একটি রোটেটিং ক্রাউন উপস্থিত।

অন্যদিকে, হেলথ ফিচার হিসেবে ঘড়িটিতে হার্ট রেট মনিটর, SpO2 সেন্সর, স্লিপ ট্র্যাকার উপলব্ধ। সেই সঙ্গে থাকছে স্ট্রেস লেভেল মনিটর ও বিশেষ ব্রিদিং সেশন। আবার ঘড়িটি ১০০টি স্পোর্টস মোড অফার করবে।

উপরন্তু নতুন এই স্মার্টওয়াচে এআই ভয়েস অ্যাসিস্ট্যান্ট সাপোর্ট করবে। এছাড়া ওয়্যারেবলটি থেকে ব্লুটুথের মাধ্যমে কল করার পাশাপাশি রিসেন্ট কল লগ দেখা যাবে এবং পছন্দের কন্টাক্ট মজুত রাখা যাবে। তবে এখানেই শেষ নয়। এতে রয়েছে একটি কিউআর কোড ফিচার। ফলে ঘড়িটি থেকে কিউআর কোড স্ক্যান করে সরাসরি টাকা পয়সার লেনদেন করা সম্ভব।

একবার আসা যাক Noise HRX Sprint স্মার্টওয়াচের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এর ব্যাটারি ৭ দিন পর্যন্ত পাওয়ার ব্যাকআপ দিতে সক্ষম। সর্বোপরি স্মার্টওয়াচটি জল প্রতিরোধীও বটে।

সঙ্গে থাকুন ➥