ফিচার নজরকাড়া! কাল লঞ্চ হওয়া iQOO-র 5G ফোনে আজ 2000 টাকা ছাড়, সবাই এই অফার পাবেননা

মাত্র একদিন আগে অর্থাৎ গতকাল মঙ্গলবার ক্রমবর্ধনশীল চীনা প্রযুক্তি কোম্পানি iQOO তার Z-সিরিজের নতুন স্মার্টফোন iQOO Z9 5G ভারতীয় বাজারে লঞ্চ করেছে। আর তাদের অন্যান্য ডিভাইসের মতো এটিও বাজেট সেগমেন্টে বড় AMOLED ডিসপ্লে, ভালো ক্যামেরা, ফাস্ট চার্জিং টেকনোলজি থেকে শুরু করে লেটেস্ট সফ্টওয়্যারের মতো বৈশিষ্ট্যাবলী বহন করবে। সুবিধার ব্যাপার হল যে, iQOO Z9 5G ফোনটি বিক্রির শুরুতেই আর্লি অ্যাক্সেস সেলে ডিসকাউন্টে কেনা যেতে পারে৷ আসলে আগামীকাল মানে ১৪ই মার্চ দুপুর ১২টা থেকে এই লেটেস্ট iQOO ফোনের ওপেন সেল শুরু হচ্ছে, আর জনপ্রিয় অনলাইন শপিং প্ল্যাটফর্ম Amazon India ইতিমধ্যেই ঘোষণা করেছে যে তারা আগেভাগে আজ নির্বাচিত কাস্টমারদের ডিসকাউন্টে এটি কেনার সুযোগ দেবে।

আগামীকাল iQOO Z9 5G-এর ওপেন সেল, আজ পাবেন এই অফার

যে সমস্ত কাস্টমারের অ্যামাজন প্রাইমের সাবস্ক্রিপশন আছে, তারা নতুন আইকো জেড৯ ৫জি ফোনটি কেনার সময় তারা এখন আর্লি অ্যাক্সেস ও বিশেষ ছাড় পাবেন। ফোনটির ৮ জিবি ও ১২৮ জিবি বেস স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম রাখা হয়েছে ১৯,৯৯৯ টাকা, যেখানে ২৫৬ জিবি ভ্যারিয়েন্টটির মূল্য পড়বে ২১,৯৯৯ টাকা। তবে অ্যামাজনের অফারে এগুলিতে ২,০০০ টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন, যদিও তার জন্য আইসিআইসিআই (ICICI) ব্যাঙ্ক বা এইচডিএফসি (HDFC) ব্যাঙ্ক কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে।

উল্লেখ্য, এই ফোনটি দুটি রঙের বিকল্পে উপলব্ধ – গ্রাফিন ব্লু এবং বুশি গ্রিন।

iQOO Z9 5G-এর স্পেসিফিকেশন

নতুন iQOO Z9 5G স্মার্টফোনটিতে ৯০ হার্টজ রিফ্রেশ রেট ও ১৮০০ নিটস পিক ব্রাইটনেসযুক্ত ৬.৬৭ ইঞ্চি ফুল-এইচডি+ অ্যামোলেড (AMOLED) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের জন্য এতে দেওয়া হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭২০০ প্রসেসর, যার সাথে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ মিলবে। এদিকে পাওয়ার ব্যাকআপের জন্য ফোনটি ৪৪ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট ও ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করবে। আর ফটোগ্রাফির জন্য দেখা যাবে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি ক্যামেরাযুক্ত ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ এবং ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সফ্টওয়্যার ফ্রন্টে এটি লেটেস্ট অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক ফানটাচ্ওএস ১৪ কাস্টম স্কিনের সাহায্যে চলবে। স্মার্টফোনটিতে আইপি৫৪ (IP54) রেটিংও উপলব্ধ।