৮,০০০ টাকার কমে ৫০০০mAh ব্যাটারির সেরা ফোনগুলি দেখে নিন

দু-তিন বছর কাটতে না কাটতেই আমাদের হ্যান্ডসেটের ব্যাটারি ব্যাকআপ কমতে এবং পারফরম্যান্স স্লো হতে শুরু করে। ফলে অনেকেই অতিষ্ট হয়ে পুরোনো হ্যান্ডসেটকে বদলে একটি নতুন ঝাঁচকচকে স্মার্টফোন কিনে নেন। আপনার সাথেও যদি এমনটা হয়ে থাকে, আর আপনিও যদি একটি নতুন ফোন কিনতে চান তাহলে জানিয়ে রাখি, ৫,০০০ এমএএইচ ব্যাটারি ও নানাবিধ উন্নত ফিচারের সাথে একাধিক বাজেট স্মার্টফোন ভারতীয় বাজারে উপলব্ধ। যার মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে Infinix Smart HD 2021, Tecno Spark Go 2020, Realme C20, Redmi 9A, Poco C3, Realme C11 ,এবং Gionee Max। আবার এই ফোনগুলির দাম ৮,০০০ টাকারও কম। আসুন এই স্মার্টফোনগুলির ফিচার ও দাম জেনে নেওয়া যাক।

৮,০০০ টাকার কমে উপলব্ধ ৫,০০০ এমএএইচ ব্যাটারির স্মার্টফোনের তালিকা

Realme C11 : রিয়েলমি সি সিরিজের এই স্মার্টফোনের দাম ৬,৯৯৯ টাকা। অ্যান্ড্রয়েড ১০ ওএস ভার্সনের সাথে আসা রিয়েলমি সি১১ ফোনে, ৭২০x১,৬০০ পিক্সেল রেজোলিউশন সহ একটি ৬.৫০ ইঞ্চির ডিসপ্লে দেখা যাবে। এটি অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর দ্বারা চালিত। হ্যান্ডসেটে ইউজাররা ডিফল্ট রূপে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন-বিল্ট স্টোরেজ পেয়ে যাবেন। তবে মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ফোনের স্টোরেজ ক্যাপাসিটি ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ফটোগ্রাফির জন্য হ্যান্ডসেটে ডুয়েল-রিয়ার ক্যামেরা সেটআপ আছে। এগুলি হলো, ১৩ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.২) প্রাইমারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.৪) সেকেন্ডারি সেন্সর। আর সেলফি তোলার জন্য ফোনে থাকছে ৫ মেগাপিক্সেলের (অ্যাপারচার: এফ/২.৪) একটি ফ্রন্ট-ফেসিং সেন্সর। এতে ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি আছে।

Gionee Max : ৫,৯৯৯ টাকা দামের জিওনি ম্যাক্স স্মার্টফোনে, ৭২০x১,৫৬০ পিক্সেল রেজোলিউশন যুক্ত ৬.১০ ইঞ্চির ডিসপ্লে রয়েছে। এতে, স্প্রেডট্রাম এসসি৯৮৬৩এ প্রসেসর ব্যবহার করা হয়েছে। অপারেটিং সিস্টেম হিসাবে এই হ্যান্ডসেটে অ্যান্ড্রয়েড ১০ ভিত্তিক রিয়েলমি ইউআই ওএস আছে। বাজেট-রেঞ্জের এই ফোনে, ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন-বিল্ট স্টোরেজ পাওয়া যাবে। তবে মাইক্রোএসডি কার্ডের দ্বারা এর স্টোরেজ ক্যাপাসিটি ২৫৬ জিবি পর্যন্ত বর্ধিত করা যাবে। ক্যামেরা সেটআপের কথা বললে ফোনে, ১৩ মেগাপিক্সেলের একটি রিয়ার সেন্সর এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং সেন্সর রয়েছে। জিওনি তাদের এই ফোনকে ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারির সাথে নিয়ে এসেছে।

Infinix Smart HD 2021 : ইনফিনিক্স স্মার্ট এইচডি ২০২১ স্মার্টফোনকে কিনতে খরচ করতে হবে ৬,৪৯৯ টাকা। অক্টা-কোর মিডিয়াটেক হেলিও এ২০ প্রসেসর দ্বারা চালিত এই স্মার্টফোনে, ৭২০x১,৫৬০ পিক্সেল রেজোলিউশন যুক্ত একটি ৬.১০ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। আর এটি অ্যান্ড্রয়েড ১০ গো অপারেটিং সিস্টেমে কাজ করবে। বাজেট-রেঞ্জের এই হ্যান্ডসেটে ডিফল্ট রূপে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি স্টোরেজ থাকছে। আবার মাইক্রোএসডি কার্ডের দ্বারা এর স্টোরেজকে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ছবি তোলার জন্য রয়েছে, ৮ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.০) প্রাইমারি সেন্সরের সাথে একটি রিয়ার ক্যামেরা। আর ভিডিও কল বা সেলফি তোলার জন্য ইউজাররা পেয়ে যাচ্ছেন, ৫ মেগাপিক্সেলের (অ্যাপারচার : এফ/২.০) ফ্রন্ট ক্যামেরা। এই ফোনে ৫,০০০ এমএএইচ পাওয়ারের একটি ব্যাটারি আছে।

Tecno Spark Go 2020 : ৬.৫২ ইঞ্চির (৭২০x১,৬০০ পিক্সেল রেজোলিউশন) ডিসপ্লে যুক্ত টেকনো স্পার্ক গো ২০২০ স্মার্টফোনে, কোয়াড-কোর মিডিয়াটেক হেলিও এ২০ প্রসেসর ব্যবহার করা হয়েছে। আর অপারেটিং সিস্টেম হিসাবে এটি অ্যান্ড্রয়েড ১০ গো ভার্সনে কাজ করবে। সাথে থাকছে ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। মাইক্রোএসডি কার্ড ব্যবহার করে এর স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। ক্যামেরা সেটআপের কথা বললে ফোনে, ১৩ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/১.৮) প্রাইমারি সেন্সর যুক্ত রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেল (অ্যাপারচার : এফ/২.০) সেলফি ক্যামেরা আছে। ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারির সাথে আসা এই ফোনের দাম ৭,৯৯৯ টাকা।

Redmi 9A : রেডমি ৯এ স্মার্টফোনের দাম শুরু হচ্ছে ৭,৪৯৯ টাকা থেকে। এতে, একটি ৬.৫৩ ইঞ্চির (৭২০x১,৬০০ পিক্সেল) ডিসপ্লে রয়েছে। পারফরম্যান্সের কথা বললে, এই ফোনটি মিডিয়াটেক হেলিও জি২৫ প্রসেসর দ্বারা চালিত হবে। একই সাথে হ্যান্ডসেটে, ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে। যদিও মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে এর স্টোরেজ ক্যাপাসিটি ৫১২ জিবি পর্যন্ত বর্ধিত করা সম্ভব। এবার আসা যাক ক্যামেরা ফ্রন্টের প্রসঙ্গে। এই বাজেট স্মার্টফোনে, ১৩ মেগাপিক্সেলের (অ্যাপারচার : এফ/২.২) রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের (অ্যাপারচার : এফ/২.২) ফ্রন্ট ক্যামেরা আছে। আর ডিভাইসটি যাতে দীর্ঘক্ষণ সক্রিয় থাকে তার জন্য এতে, ফাস্ট চার্জিং সাপোর্ট সহ ৫,০০০ এমএএইচ পাওয়ারের ব্যাটারি দেওয়া হয়েছে ।

Realme C20 : রিয়েলমি সি২০ স্মার্টফোনে, ২০:৯ আসপেক্ট রেশিও এবং ৭২০x ১,৬০০ পিক্সেল রেজোলিউশন সহ একটি ৬.৫০ ইঞ্চির ডিসপ্লে দেওয়া হয়েছে। সফ্টওয়্যার ফ্রন্টের কথা বললে, ফোনটি অ্যান্ড্রয়েড ১০ অপারেটিং সিস্টেমে কাজ করবে। আর পারফরম্যান্সের দিক থেকে এই স্মার্টফোন, অক্টা-কোর মিডিয়াটেক হেলিও জি৩৫ প্রসেসর দ্বারা চালিত হবে। সাথে, ২ জিবি র‌্যাম এবং ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ পাওয়া যাবে ফোনে। যা মাইক্রোএসডি কার্ডের মাধ্যমে ২৫৬ জিবি পর্যন্ত বাড়ানো যাবে। এছাড়া থাকছে, ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ৫,০০০ এমএএইচ পাওয়ারের শক্তিশালী ব্যাটারি সহ আসা এই রিয়েলমি স্মার্টফোনকে কিনতে আপনাদের খসাতে হবে মাত্র ৭,০৯৯ টাকা।

Poco C3 : মিডিয়াটেক হেলিও জি৩৫ অক্টা-কোর প্রসেসর দ্বারা চালিত পোকো সি৩ স্মার্টফোনে রয়েছে ৬.৫৩ ইঞ্চির ডিসপ্লে। এই ডিসপ্লের রেজোলিউশন ৭২০x১,৬০০ পিক্সেল এবং আসপেক্ট রেশিও ২০:৯। ফোনের ব্যাক প্যানেলে, ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ২ মেগাপিক্সেল সেকেন্ডারি সেন্সর এবং ২ মেগাপিক্সেল সেন্সরের সাথে তিনটি রিয়ার ক্যামেরা বর্তমান। আর সামনের দিকে ৫ মেগাপিক্সেলের (অ্যাপারচার : এফ/২.২) একটি সেলফি ক্যামেরা পাওয়া যাবে। ৫,০০০ এমএএইচ ব্যাটারি যুক্ত পোকা সি৩ স্মার্টফোনের দাম রাখা হয়েছে ৭,৪৯৯ টাকা।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন