পাওয়া যাবে ৫০০ জিবি পর্যন্ত হাই স্পিড ডেটা, BSNL আনলো নতুন তিনটি ব্রডব্যান্ড প্ল্যান

বাজারের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এবং জনপ্রিয়তা বাড়াতে ফের তিনটি নতুন DSL (ডিজিটাল সাবস্ক্রাইবার লাইন) ব্রডব্যান্ড প্ল্যান চালু করল ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ BSNL। রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থাটি সম্প্রতি ২৯৯ টাকা, ৩৯৯ টাকা এবং ৫৫৫ টাকার তিনটি ব্রডব্যান্ড প্ল্যান নিয়ে এসেছে, যেগুলি ৫০০ জিবি অবধি FUP (ফেয়ার ইউসেজ পলিসি) ডেটা এবং ১০ এমবিপিএস ইন্টারনেট স্পিড সরবরাহ করে। আগামী ১লা মার্চ থেকে গ্রাহকরা এই প্ল্যানগুলির সুবিধা নিতে পারবেন বলে জানা গিয়েছে।

টেলিকম টকের রিপোর্ট থেকে জানা গিয়েছে, বিএসএনএল (BSNL) ২৯৯ টাকার প্ল্যানটির নাম দিয়েছে ‘১০০ জিবি সিইউএল’। নাম শুনেই নিশ্চয় বুঝতে পেরেছেন এই প্ল্যানটি ১০০ জিবি হাই-স্পিড ইন্টারনেট সরবরাহ করে। এই ডেটা লিমিট শেষ হওয়ার পর ডেটা স্পিড ১০ এমবিপিএস থেকে নেমে দাঁড়াবে ২ এমবিপিএসে। প্ল্যানটির বৈধতা ছয় মাস, যা শেষ হওয়ার পর গ্রাহকদের সাবস্ক্রিপশন ৩৯৯ টাকার প্ল্যানে স্থানান্তরিত করা হবে। সেক্ষেত্রে আন্দামান এবং নিকোবর বাদে, দেশের সমস্ত সার্কেলেই প্ল্যানটি উপলব্ধ হবে।

এদিকে, ৩৯৯ টাকার ‘২০০ জিবি সিইউএল’ প্ল্যানটি ২০০ জিবি এবং ৫৫৫ টাকার ডিএসএল ব্রডব্যান্ড প্ল্যানটি ৫০০ জিবি হাই-স্পিড ডেটা ব্যবহারের সুযোগ দেবে। তবে নির্দিষ্ট ডেটা লিমিট অতিক্রম করার পর এগুলিও ২ এমবিপিএস করে স্পিড সরবরাহ করবে।

অন্যান্য বেনিফিটের কথা বললে, তিনটি প্ল্যানেই আনলিমিটেড কলিংয়ের সুবিধা থাকবে। তবে এগুলি ব্যবহারের জন্য গ্রাহকদের ৫০০ টাকার সিকিউরিটি ডিপোজিট দিতে হবে। সংস্থার পুরনো বা নতুন উভয় গ্রাহকরাই ২৯৯ টাকা এবং ৫৫৫ টাকার প্ল্যানটি উপভোগ করতে পারবেন।

হোয়াটসঅ্যাপে খবর পেতে এখানে ক্লিক করুন