আজ চন্দ্রগ্রহণ পশ্চিমবঙ্গের কোথায় কখন থেকে দেখা যাবে? দেখে নিন সময়সূচি

Avatar

Published on:

Lunar Eclipse Today 2022 Chandra Grahan Timings in West Bengal

আজ রাস পূর্ণিমা এবং সেই সাথে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ (Lunar Eclipse November 2022)। এটি বছরের দ্বিতীয় চন্দ্রগ্রহণ। শুধু তাই নয়, আগামী তিন বছর এমন পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে না। ভারতের বিভিন্ন শহর থেকে পুরো গ্রহণ দেখা যাবে। পাশাপাশি পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকেও চন্দ্রগ্রহণ দেখার সুযোগ রয়েছে। আসুন কোন জেলায় কখন চন্দ্রগ্রহণ শুরু হবে এবং কতক্ষণ দেখা যাবে, তা জেনে নেওয়া যাক –

পশ্চিমবঙ্গের কোন জেলায় কখন চন্দ্রগ্রহণ শুরু হবে (Lunar Eclipse 2022 Timings in West Bengal)

কলকাতা, দক্ষিণ ও উত্তর ২৪ পরগণা: আজ কলকাতা সহ উত্তর ও দক্ষিণ ২৪ পরগণায় বিকেল ৪:৫২ মিনিটে চাঁদ উঠবে। গ্রহণ দেখা যাবে ১ ঘণ্টা ২৭ মিনিট।

মুর্শিদাবাদ: আজ বিকেল ৪:৪৯ মিনিটে মুর্শিদাবাদে চাঁদ উঠবে। ১ ঘণ্টা ৩০ মিনিট চন্দ্রগ্রহণ দেখা যাবে।

কোচবিহার: আজ কোচবিহারে বিকেল ৪: ৪২ মিনিটে চাঁদ উঠবে। ১ ঘণ্টা ৩৭ মিনিট দেখা যাবে চন্দ্রগ্রহণ।

দার্জিলিং: বিকেল ৪:৪৬ মিনিটে দার্জিলিংয়ে চাঁদ উঠবে। ১ ঘণ্টা ৩৩ মিনিট চন্দ্রগ্রহণ দেখা যাবে।

বিশ্বের কোন কোন জায়গা থেকে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে

নাসার তরফে জানানো হয়েছে যে, আইসল্যান্ড, দক্ষিণ আমেরিকার কিছু অংশ, মধ্য এশিয়া ও রাশিয়া থেকে চন্দ্রগ্রহণ দেখা যাবে। তবে পূর্ব ব্রাজিল ও আর্জেন্টিনা, উত্তর স্ক্যান্ডিনেভিয়া এবং মধ্য প্রাচ্যে আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে বলে জানা গিয়েছে।

সঙ্গে থাকুন ➥