Indian Railways: অনলাইনে টিকিট বুক করতে গিয়ে পড়তে পারেন বড় গচ্চার মুখে, সতর্ক করল ভারতীয় রেল

এবার ভুয়ো অ্যাপের কবল থেকে সুরক্ষিত থাকার জন্য সমস্ত রেলযাত্রী তথা অ্যান্ড্রয়েড স্মার্টফোন ব্যবহারকারীদের সতর্ক করল খোদ IRCTC। বিষয়টি কী?

ভুয়ো অ্যাপ বা ওয়েবসাইটের দৌরাত্ম্য ক্রমশ যেন বেড়েই চলেছে। একদিকে অ্যাপ স্টোরগুলির সিকিউরিটি সিস্টেমকে ফাঁকি দিয়ে বিভিন্ন ম্যালিশিয়াস অ্যাপ বা APK (অ্যাপের ফাইল) নিজের অস্তিত্ব জানান দিচ্ছে, আবার অন্যদিকে সাধারণ মানুষকে বোকা বানাতে মাঠে নেমেছে একাধিক নকল ওয়েবসাইট। সেক্ষেত্রে ইন্টারনেট এবং স্মার্টফোন নির্ভর এই জীবনে সুরক্ষিত থাকতে, এবার রেলযাত্রীদের সাবধান করল খোদ রেল কর্তৃপক্ষ। সম্প্রতি ভারতীয় রেলওয়ের টিকিটিং পোর্টাল IRCTC বা Indian Railway Catering and Tourism Corporation, সমস্ত Android স্মার্টফোন ইউজারদের অনলাইন টিকিট বুকিংয়ের বিষয়ে একটি সতর্কবার্তা বা অ্যাডভাইজরি জারি করেছে। ওই উপদেষ্টাতে IRCTC তার ব্যবহারকারীদের irctcconnect.apk নামে একটি সন্দেহজনক অ্যাপ্লিকেশন ডাউনলোড না করার পরামর্শ দিয়েছে।

এক্ষেত্রে আইআরসিটিসি স্পষ্ট বলেছে যে, উল্লিখিত ক্ষতিকারক অ্যাপটি সাধারণভাবে ব্যবহৃত মেসেজিং প্ল্যাটফর্মের (যেমন WhatsApp, Telegram ইত্যাদি) মাধ্যমে ছড়িয়ে পড়ছে। কেউ যদি এই APK ফাইলটি ইনস্টল করেন তবে এটি তাদের মোবাইল ডিভাইসকে সংক্রামিত করতে পারে। এমনকি এর কারণে খালি হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টও – কারণ, প্রতারকরা ব্যক্তিগত তথ্য যেমন ইউপিআই (UPI) বিশদ এবং অন্যান্য ব্যাঙ্কিং ডিটেইলস পেতে ক্ষতিকারক অ্যাপটি ব্যবহার করছে।

IRCTC Rail Connect অ্যাপ ব্যবহারের পরামর্শ দিল কর্তৃপক্ষ

আইআরসিটিসির নাম ব্যবহারকারী ওই অ্যাপ ডাউনলোড করা থেকে বিরত থাকার পাশাপাশি, সংস্থা, সাধারণ মানুষকে সুরক্ষিত থাকার প্রসঙ্গে আরও কিছু পরামর্শ দিয়েছে। তারা, সবসময় গুগল প্লে স্টোর (Google Play Store) এবং অ্যাপল অ্যাপ স্টোর (Apple App Store) থেকে আইআরসিটিসি অনুমোদিত বা অফিসিয়াল ‘IRCTC Rail Connect’ অ্যাপটি ব্যবহার করার কথা বলেছে। এছাড়া সমস্ত ইউজারদের মাথায় রাখতে বলা হয়েছে যে, আইআরসিটিসি, তার ব্যবহারকারী/গ্রাহকদের তাদের পিন, ওটিপি, পাসওয়ার্ড, ক্রেডিট/ডেবিট কার্ডের বিবরণ, নেট ব্যাঙ্কিং পাসওয়ার্ড বা ইউপিআই বিবরণের জন্য কল করে না।

প্রসঙ্গত উল্লেখ্য, আইআরসিটিসি একমাত্র ভারতীয় রেলওয়ে ওয়েবসাইট যা গ্রাহকদের অনলাইন রেলওয়ে টিকিট এবং ক্যাটারিং পরিষেবা প্রদানের জন্য অনুমোদিত৷