ফিচারে হিট দামে ফিট, Redmi Buds 5 ইয়ারবাড ভারতে গান প্রেমীদের জন্য লঞ্চ হল

গত বছর সেপ্টেম্বরে চীনে লঞ্চ হওয়ার পর এবার ভারতে আত্মপ্রকাশ করল শাওমির নতুন Redmi Buds 5 ইয়ারবাড। এতে রয়েছে অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন ফিচার, গুগল ফাস্ট পেয়ার এবং ৩৮ ঘন্টার দীর্ঘ ব্যাটারি লাইফ। চলুন দেখে নেওয়া যাক নতুন Redmi Buds 5 ইয়ারবাডের দাম, ফিচার এবং স্পেসিফিকেশন।

Redmi Buds 5-এর দাম ও লভ্যতা

ভারতীয় বাজারে Redmi Buds 5 ইয়ারবাডের দাম ধার্য করা হয়েছে ২,৯৯৯ টাকা। এটি ব্ল্যাক, হোয়াইট এবং পার্পেল কালার অপশনে এসেছে। ই -কমার্স সাইট অ্যামাজন, ফ্লিপকার্ট এবং অফলাইন রিটেল স্টোরে আগামী ২০ ফেব্রুয়ারি থেকে এটি কিনতে পাওয়া যাবে।

Redmi Buds 5-এর স্পেসিফিকেশন ও ফিচার

Redmi Buds 5 ইয়ারফোনটি স্যামসাং এবং অ্যাপলের ইয়ারফোন থেকে অনুপ্রাণিত হয়ে বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। এর ইয়ারবাড দেখতে এয়ারপডস প্রো এবং এর চার্জিং কেসটি গ্যালাক্সি বাডের মত।

আবার এতে থাকছে ১২.৪ এমএম ডায়নামিক ড্রাইভারের সাথে টাইটেনিয়াম ডায়াফ্রাম। শুধু তাই নয়, হেয়ারেবলটিতে পাওয়া যাবে ফাইন উইন্ডিং-এর সাথে ১.৬ এমএম কয়েল, এন৫২ নিও ডাইমিয়াম ম্যাগনেট এবং একটি আলাদা সাউন্ড চেম্বার।

উপরন্তু ইয়ারফোনটিতে ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি উপলব্ধ এবং এটি অ্যান্ড্রয়েড এবং ক্রোম অপারেটিং সিস্টেমে চালিত ডিভাইসের সাথে সামঞ্জস্যপূর্ণ। আবার একই সাথে একে দুটি ডিভাইসের সাথে কানেক্ট করা সম্ভব।

এছাড়া ইয়ারফোনটিতে আছে নয়েজ ক্যান্সলেশন ফিচার যা ৪৬ ডেসিবেল পর্যন্ত বাইরের আওয়াজ এড়াতে সক্ষম। তদুপরি ইয়ারবাড তিনটি লেভেলের নয়েজ ক্যান্সলেশন ফিচার অফার করবে। পাশাপাশি এতে থাকছে অ্যাম্বিয়েন্ট মোড এবং এনহান্স ভয়েস মোড। আর ইয়ারফোনটিতে এআই বেসড নয়েজ ক্যান্সলেশন ও টাচ জেসচার কন্ট্রোল বর্তমান।

আবার আসা যাক Redmi Buds 5 ইয়ারফোনের ব্যাটারি প্রসঙ্গে। সংস্থার মতে, একবার চার্জে এএনসি ফিচার বন্ধ থাকলে এর প্রতিটি ইয়ারবাড ১০ ঘন্টা পর্যন্ত চলবে এবং চার্জিং কেস সমেত এটি ৩৮ ঘণ্টা পর্যন্ত ব্যবহারযোগ্য।