2022 Crayon Envy: কিমি প্রতি খরচ 14 পয়সা! সঙ্গে প্রিমিয়াম ফিচার, লঞ্চ হল নতুন ই-স্কুটার, চালাতে লাইসেন্স লাগবে না

বৈদ্যুতিক যানবাহনের মধ্যে ভারতে ইলেকট্রিক স্কুটারের জনপ্রিয়তা তুঙ্গে। যে কারণে দেশী-বিদেশী বহু সংস্থা চমকপ্রদ সব মডেলের ব্যাটারি চালিত স্কুটার লঞ্চ করছে এদেশের বাজারে। এবার উত্তরাখণ্ডের কোম্পানি ক্রেয়ন মোটর্স (Crayon Motors) নতুন প্রজন্মের এনভি (Envy) প্রিমিয়াম ইলেকট্রিক স্কুটার লঞ্চ করল। উল্লেখ্য ২০১৯ সালে Crayon Envy প্রথম ভারতে পথ চলা শুরু করেছিল। Zeez-এর পর এটি ছিল এনভির দ্বিতীয় মডেলের স্বল্প গতির ই-স্কুটার। এর নতুন মডেলটি বেশ কিছু আপডেট সহ এসেছে। যার মধ্যে রয়েছে বৃহত্তর বুট স্পেস, কিলেস স্টার্ট এবং রিভার্স অ্যাসিস্ট। 2022 Crayon Envy-র ফিচার, ব্যাটারি, রেঞ্জ, মোটর ও দাম সম্পর্কে জেনে নেওয়া যাক।

২০২২ ক্রেয়ন এনভি ফিচার্স (2022 Crayon Envy Features)

ক্রেয়ন এনভি-র ২০২২ চারটি রঙে লভ্য – হোয়াইট, ব্ল্যাক, ব্লু এবং সিলভার। এর মোটর এবং কন্ট্রোলারের উপর দু’বছরের ওয়ারেন্টি দিচ্ছে কোম্পানি। এছাড়া অন্যান্য যন্ত্রাংশের উপরও রয়েছে ওয়ারেন্টি। খুশির খবর স্কুটারটি দেশের সকল প্রান্তের গ্রাহকদের কাছে পৌঁছে দিতে সংস্থার ১০০টি রিটেল শপ থেকেই কেনার ব্যবস্থা রেখেছে ক্রেয়ন। সংস্থার গাজিয়াবাদের কারখানাতে ২০২২ ক্রেয়ন এনভি-এর উৎপাদন ও ডিজাইনিংয়ের কাজ সম্পন্ন হয়েছে।

2022 Crayon Envy-র উল্লেখযোগ্য ফিচারের তালিকায় রয়েছে জিও ট্যাগিং, রিভার্স অ্যাসিস্ট, সেন্ট্রাল লকিং, একটি ডিজিটাল স্পিডোমিটার, মোবাইল চার্জিং, ডিস্ক ব্রেক এবং টিউবলেস টায়ার। প্রকৃতির থেকে অনুপ্রাণিত হয়ে এর ডুয়েল হেডলাইট ডিজাইন করা হয়েছে। সংস্থার কথায় স্কুটারটি হল ‘সিংহের ন্যয়’। সবচেয়ে মজার বিষয় হল এক কিলোমিটার পথ চলতে এতে খরচ মাত্র ১৪ পয়সা।

২০২২ ক্রেয়ন এনভি ব্যাটারি, রেঞ্জ ও মোটর (2022 Crayon Envy Battery, Range & Motor)

2022 Crayon Envy একটি স্বল্প গতি স্কুটার হওয়ায় এর সর্বোচ্চ গতিবেগ ২৫ কিমি। স্বভাবতই এটি চালাতে ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন পড়বে না। এমনকি এটি নথিভুক্তকরণেরও প্রয়োজন নেই। এতে রয়েছে ৪৮/৬০ ভোল্টের ব্যাটারি, যা এর ২৫০ ওয়াটের মোটরটিকে শক্তি জোগায়। এটি চার্জে পরিপূর্ণ অবস্থায় ১৬০ কিমি চলতে পারবে৷

২০২২ ক্রেয়ন এনভি দাম (2022 Crayon Envy Price)

২০২২ ক্রেয়ন এনভির দাম ৬৪,০০০ টাকা থেকে শুরু। তবে অঞ্চলভেদে দাম আলাদা হতে পারে৷ গ্রাহকদের  ই-স্কুটার কেনা আরও সহজ করতে বাজাজ ফিনসার্ভ, মনোপ্পুরম ফাইন্যান্স, কোটাক মাহিন্দ্রা, জেস্ট মানি, এবং শপসের মতো প্রতিষ্ঠানের সঙ্গে জোট বেঁধেছে ক্রেয়ন মোটর্স।