Xiaomi বা Realme-র নয়, iQOO 12 প্রথম Snapdragon 8 Gen 3 প্রসেসরের ফোন হিসেবে ভারতে আসছে

ভারতে Qualcomm এর লেটেস্ট প্রসেসর চালিত প্রথম হ্যান্ডসেট হিসাবে লঞ্চ হবে iQOO 12

গত নভেম্বর মাসের প্রথম সপ্তাহে চীনের বাজারে আত্মপ্রকাশ করে iQOO 12 স্মার্টফোন সিরিজ। এই ফ্ল্যাগশিপ লাইনআপের অধীনে মোট দুটি মডেল আত্মপ্রকাশ করেছে, যথা – iQOO 12 এবং iQOO 12 Pro। যার মধ্যে স্ট্যান্ডার্ড মডেলটি ডিসেম্বর মাসের ১২ তারিখ ভারতের বাজারে পা রাখবে বলে ইতিমধ্যেই নিশ্চিত করেছে iQOO। আবার আজ এই ডিভাইসের জন্য ই-কমার্স সাইট অ্যামাজন ইন্ডিয়া এবং সংস্থার ভারতীয় শাখার আধিকারিক ওয়েবসাইটে একটি ডেডিকেটেড মাইক্রোসাইট লাইভ হয়েছে। যার দরুন iQOO 12 ফোনের ভারতীয় ভ্যারিয়েন্টের বেশ কয়েকটি ফিচার প্রকাশ্যে এসে গেছে।

ভারতে Qualcomm এর লেটেস্ট প্রসেসর চালিত প্রথম হ্যান্ডসেট হিসাবে লঞ্চ হবে iQOO 12

আইকো সম্প্রতি তাদের অফিসিয়াল X হ্যান্ডেলের মাধ্যমে, আসন্ন আইকো ১২ ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য একাধিক টিজার শেয়ার করেছে। যার মধ্যে লেটেস্ট একটি টিজার নিশ্চিত করেছে যে, আলোচ্য মডেলটি ভারতে কোয়ালকমের এখনও পর্যন্ত সবচেয়ে শক্তিশালী স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ ফ্ল্যাগশিপ চিপসেটের সাথে আত্মপ্রকাশ করতে চলা প্রথম স্মার্টফোন হবে। এক্ষেত্রে জানিয়ে রাখি, পুরোনো প্রজন্মের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসরের তুলনায় উত্তরসূরি ৩০% উন্নত সিপিইউ এবং ২০% অধিক জিপিইউ কার্যক্ষমতা অফার করে।

টিজার থেকে আরো জানা গেছে যে, আইকো ১২ মডেলটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক নতুন ফানটাচ ওএস ১৪ (Funtouch OS 14) কাস্টম ইউজার ইন্টারফেসে রান করবে। এক্ষেত্রে এটি হবে প্রথম নন-পিক্সেল (Pixel) হ্যান্ডসেট, যা উল্লেখিত লেটেস্ট কাস্টম স্কিনের সাথে প্রি-লোডেড হয়ে ভারতের বাজারে লঞ্চ হতে চলেছে। জানিয়ে রাখি, আইকো ১২ ফোনের চীনা ভ্যারিয়েন্টটি অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অরিজিন ওএস ৪ (Origin OS 4) চালিত।

সংস্থার পক্ষ থেকে সম্প্রতি নিশ্চিত করা হয়েছে যে, আইকো ১২ হোয়াইট এনামেল গ্লাস এবং রিয়ার পোর্টহোল ডিজাইনের সাথে আসবে। আবার উন্নত গেমিং পারফরম্যান্স প্রদানের জন্য আসন্ন এই হ্যান্ডসেটে ডেডিকেটেড আইকো কিউ১ (iQOO Q1) সুপারকম্পিউটিং চিপ থাকবে। এছাড়া, উক্ত ফোনের চীনা ভ্যারিয়েন্টের তুলনায় ভারতীয় সংস্করণটি সামান্য উন্নত ফিচার অফার করবে বলেও জানা গেছে।

iQOO 12 স্মার্টফোন ভারতে কোন কোন ফিচারের সাথে লঞ্চ হতে পারে তা বুঝতে এই ফোনের চীনা ভ্যারিয়েন্টের ফিচার দেখে নেওয়া যাক।

iQOO 12 এর স্পেসিফিকেশন (চীনা ভ্যারিয়েন্ট)

  • ডিসপ্লে: ৬.৭৪-ইঞ্চির ১.৫কে ফ্ল্যাট AMOLED পাঞ্চ-হোল ডিসপ্লে, যা ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট, ৩০০০ নিট পিক ব্রাইটনেস, ২১৬০ হার্টজ PWM ডিমিং, এবং HDR10 প্রযুক্তি সাপোর্ট করে।
  • প্রসেসর: কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ৩ প্রসেসর।
  • স্টোরেজ: ১৬ জিবি পর্যন্ত LPDDR5x র‍্যাম এবং ১ টেরাবাইট পর্যন্ত UFS 4.0 স্টোরেজ।
  • অপারেটিং সিস্টেম: অ্যান্ড্রয়েড ১৪ ভিত্তিক অরিজিন ওএস ৪ ।
  • রিয়ার ক্যামেরা: ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর + ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল লেন্স + ৬৪ মেগাপিক্সেল টেলিফটো পেরিস্কোপ সেন্সর।
  • সেলফি ক্যামেরা: ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট-ফেসিং শুটার।
  • ব্যাটারি: ১২০ ওয়াট ওয়্যারড চার্জিং প্রযুক্তি সমর্থিত ৫,০০০ এমএএইচ ক্যাপাসিটির ব্যাটারি।
  • কানেক্টিভিটি অপশন: ব্লুটুথ ৫.৪, ওয়াই-ফাই ৭, একটি ইউএসবি টাইপ-সি পোর্ট, NFC, IR ব্লাস্টার।
  • অন্যান্য বৈশিষ্ট্য: IP64 রেটিং, ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।