একধাক্কায় 5000 টাকা দাম কমলো Motorola Edge 30 ফোনের, রয়েছে ফ্ল্যাগশিপ কিলার ফিচার

এখন ৫,০০০ টাকা দাম কমায়, Motorola Edge 30 মডেলটি কিনতে ২৪,৯৯৯ টাকা খরচ করতে হবে

সম্প্রতি ভারতে Motorola Edge 40 স্মার্টফোন লঞ্চ হয়েছে। আর অত্যাধুনিক ফিচারের এই প্রিমিয়াম স্মার্টফোন লঞ্চের সাথে সাথেই কোম্পানি এর পূর্বসূরী অর্থাৎ Motorola Edge 30 ফোনের দাম কমিয়ে কমানোর সিদ্ধান্ত নিল। ডিভাইসটি গত বছরের মে মাসে ভারতে লঞ্চ হয়েছিল। এই ফোনটির দুটি স্টোরেজ অপশন আছে, যার মধ্যে কোম্পানি শুধু ৮জিবি র‌্যাম ভ্যারিয়েন্টের দাম কমিয়েছে। আসুন জেনে নিই Motorola Edge 30 ফোনের নতুন দাম এবং এর ফিচার গুলি।

Motorola Edge 30 এর নতুন দাম

লঞ্চের সময় মোটোরোলা এজ ৩০ এর ৮ জিবি র‌্যাম + ১২৮ জিবি স্টোরেজ মডেলের মূল্য রাখা হয়েছিল ২৯,৯৯৯ টাকা। তবে এখন ৫,০০০ টাকা দাম কমায়, এই মডেলটি কিনতে ২৪,৯৯৯ টাকা খরচ করতে হবে। এটি অরোরা গ্রীন ও মিটিওর গ্রে কালারে পাওয়া যাবে।

Motorola Edge 30 এর স্পেসিফিকেশন ও ফিচার

মোটোরোলা এজ ৩০ ফোনের সামনে দেখা যাবে ৬.৫-ইঞ্চি ফুল এইচডি+ ওএলইডি ডিসপ্লে। এই ডিসপ্লের রেজোলিউশন ১০৮০x২৪০০ পিক্সেল এবং রিফ্রেশ রেট হল ১৪৪ হার্টজ। পারফরম্যান্সের জন্য এই ফোনে অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮+ প্রসেসর ব্যবহার করা হয়েছে।

এদিকে Motorola Edge 30 স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১২ ভিত্তিক MyUX কাস্টম স্কিনে চলবে, যা আপনাকে অসাধারণ অভিজ্ঞতা প্রদান করবে। এই ডুয়েল সিমের স্মার্টফোনটি আইপি-৫২ রেটিং প্রাপ্ত।

আবার 5G কানেক্টিভিটি সহ আসা এই ফোনে ফটোগ্রাফির জন্য ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ বর্তমান। এই ক্যামেরাগুলি হল ৫০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, ৫০ মেগাপিক্সেল আল্ট্রা-ওয়াইড সেন্সর এবং ২ মেগাপিক্সেল ডেপ্থ সেন্সর। আবার সেলফি এবং ভিডিও কলিংয়ের জন্য এতে ৩২ মেগাপিক্সেল ক্যামেরা পাওয়া যাবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৪০২০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যার সাথে ৩৩ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।